Homeদক্ষিণবঙ্গছাত্রীদের বউ, ডার্লিং বলে ডাক! গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক, ঘটনা ঘিরে তীব্র...

ছাত্রীদের বউ, ডার্লিং বলে ডাক! গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক, ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

গ্রেফতার করা হল স্কুলের প্রধান শিক্ষককে। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটে পুরুলিয়ার নিতুড়িয়া থানার শিমুলিয়ায়। অভিযোগ সামনে আসতেই শুক্রবার রাতেই অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে নিতুড়িয়া থানার পুলিস।




নিউজ ডেস্ক: এবার গ্রেফতার করা হল স্কুলের প্রধান শিক্ষককে। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পুরুলিয়ার নিতুড়িয়া থানার শিমুলিয়ায়। অভিযোগ সামনে আসতেই শুক্রবার রাতেই অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে নিতুড়িয়া থানার পুলিস।

পুলিস জানিয়েছে, ধৃতের নাম নাম জিতেন মণ্ডল। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগ, জিতেন বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি অভভ্য আচরণ করত। পাশাপাশি, কুরুচিকর ভাষায় কটুক্তিও করত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক।

একদিন নয়, বেশ কয়েকদিন ধরেই লাগাতার অভিযোগ উঠছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ বাড়ে অভিভাবকদের মধ্যে। শুক্রবার স্কুলে গিয়ে বিক্ষোভও দেখান অনেকে। সন্ধ্যায় দায়ের হয় লিখিত অভিযোগ। তারপরেই রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে। পকসো আইনে মামলাও হয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।




এই নিয়ে এক অভিভাবক বলেন, “হেড স্যারের বিরুদ্ধে অনেক অভিযোগ মেয়েরা আগে থেকেই জানাতো। বাথরুম গেলে মেয়েদের পিছন পিছন যেতেন। কোমরে খারাপভাবে হাত দিতেন। মেয়েদের তো বউ, ডার্লিং বলেও ডাকতো। প্রচুর মেয়ে এই অভিযোগ জানিয়েছে। দিন চারেক আগে ফের এক মেয়ের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তারপরই থানায় অভিযোগ হয়।”

পড়ুন:  SSC: বাংলার এই হবু 'যোগ্য শিক্ষক' নিজেকে এবং পরিবারকে খাওয়ানোর জন্য লোকাল ট্রেনে জুতো পালিশ করে মুচি হয়ে ওঠেন




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments