স্কুলেই শিক্ষককে গনধোলাই দেওয়া হল, করা হল আটক! কারণ জানলে অবাক হয়ে যাবেন আপনি

বৃহস্পতিবার সকালে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাতে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়রা জানাচ্ছেন, যখন বিক্ষোভ চলছিল, তখন স্কুলেই ছিলেন অভিযুক্ত শিক্ষক।

1188

নিউজ ডেস্ক: এবার স্কুলেই শিক্ষককে গনধোলাই দেওয়া হল। স্কুলেই ছাত্রীর শরীরে ‘অসভ্য হাতছানি’ দেওয়ার অভিযোগে শিক্ষককে গণধোলাই দিলেন অভিভাবকরা! পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখালেন অবিভাবকরা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই সহকের নাম সুব্রত দলাই। তিনি ভগবানপুর থানার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের রায়বাড় এলাকার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। অভিযোগ, স্কুলের ভিতরেই তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন সুব্রত। মোবাইলে নাকি নগ্ন ভিডিয়ো দেখিয়েছে অন্য ছাত্রীদেরও!

বৃহস্পতিবার সকালে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাতে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়রা জানাচ্ছেন, যখন বিক্ষোভ চলছিল, তখন স্কুলেই ছিলেন অভিযুক্ত শিক্ষক। বিক্ষোভকারীদের দাবি, গ্রামবাসীদের হুমকি দেন তিনি। এরপর স্কুলের গেটে তালা ঝুলিয়ে ওই শিক্ষককে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়।

পড়ুন:  Teacher Recruitment: 432টি শূন্যপদে পিজিটি শিক্ষক নিয়োগ, 47,600 টাকা থেকে বেতন শুরু, দেখেনিন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভগবানপুর থানার পুলিস। শেষে অভিযুক্তকে আটকে করে নিয়ে যাওয়ার সময়ে তাঁকে রীতিমতো গণধোলাই দেন অভিভাবক ও গ্রামবাসীরা।

পুলিশ নিয়ে যাওয়ার সময় উত্তেজিত গ্রামবাসীরা ওই অভিযুক্ত শিক্ষককে জুতো-লাথি-কিল-ঘুষি গণধোলাই দেয়। পুলিশ দ্রুত ওই শিক্ষকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়। ভগবানপুর থানার পুলিশ আধিকারিক বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। স্কুলের ওই শিক্ষককে আটক করি। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে কোর্টে তোলা হবে।”