Homeকলকাতাশিক্ষকদের পেনশনে নিয়ম শিথিলে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভাব-অভিযোগ জানাতে...

শিক্ষকদের পেনশনে নিয়ম শিথিলে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভাব-অভিযোগ জানাতে নম্বর

শিক্ষকদের পেনশনে

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু: এবার শিক্ষকদের জন্য বড় ঘোষনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষকদের পেনশন নিয়ে নয়া নিয়ম চালুর ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করে ব্রাত্য বসু পেনশন মেলার প্রক্রিয়া আরও সহজ করা হল বলে জানালেন। এখন থেকে ৯ বছর ৬ মাস নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করলেই পেনশন পাওয়া যাবেন।




শিক্ষক-শিক্ষিকারা ১০ বছরের বেশি কাজ করলে তারা পেনশন পাওয়ার যোগ্য হন। নিয়ম অনুযায়ী, ১০ বছরের থেকে ৬ মাস কম হলেও তাদের মার্জনা করে পেনশন দেওয়া হয়। অর্থাৎ  ন’বছর ছয় মাসের বেশি নিরবচ্ছিন্ন ভাবে কাজ করলে তবেই পেনশন দেওয়া হত শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু এতদিন বিদ্যালয়গুলি সেটি করত না। ফলে তাদের ন্যায়ালয়ে ঘুরতে হত। এই প্রক্রিয়াটিই এখন সহজ করা হল। এবার থেকে যারা ১০ বছর নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছে তাদের পেনশনের জন্য আদালতে যেতে হবে না। যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে অবসর ভাতা দেওয়া হবে। 

বড় খবর: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে অপরিহার্য যোগ্যতা হল DElEd, BEd নয়, যা জানাল সুপ্রিম কোর্ট

শুধু তাই নয়, যে কোনও অভাব-অভিযোগ শুনতে হোয়াটসঅ্যাপ উদ্বোধন করা হল। যার সাহায্যে রাজ্যের সকল বিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও শিক্ষা কর্মীরা তাদের যে অভিযোগ এর মাধ্যমে করতে পারবে। ৯০৮৮৮৮৫৫৪৪ এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। একটি দল গঠন করা হয়েছে যারা বিষয়টি তদারকি করবে।  

পড়ুন:  SSC: কাউন্সেলিংয়ে এসেও সুপারিশ পত্র নিল না দু’জন, অনুপস্থিত রইল ১৪৭ জন, বড় তথ্য দিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার



যাঁরা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তাঁদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, “যাঁরা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তাদের এই সিদ্ধান্ত নিয়ে আমার কিছু বলার নেই। প্রত্যেকেরই স্বাধীন মত রয়েছে। কেউ তাঁর পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু মনে রাখতে হবে যাঁর পুরস্কার ফিরিয়ে দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে তিনি বামপন্থী নাট্যকার হিসেবে পরিচিত। এই আমলেই তাঁকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার দেওয়ার আগে তিনি ডানপন্থী না বামপন্থী তা ভাবিনি আমরা। আজ তিনি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। আগামিদিনে দেশে এ ধরনের বড় কোনও ঘটনা ঘটলে কেন্দ্রীয় সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দেবেন তো!”

পড়ুন:  ছুটির তালিকা: নভেম্বরে মিলছে ১৪ দিন ছুটি, তালিকা প্রকাশ নবান্নের! বন্ধ থাকবে স্কুল, কলেজও

শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর সম্পাদক চন্দন গরাই আজকের শিক্ষামন্ত্রীর প্রেস কনফারেন্সে ঘোষণা প্রসঙ্গে বলেন, শিক্ষকদের এরিয়ার, স্কেল, ট্রান্সফার, পদোন্নতি, হেলথ্ স্কিম, ইএল, লস্ট ইনক্রিমেন্ট, স্কুল শিক্ষা সহ হাজার হাজার কয়েক বছর ধরে সমস্যা সমাধান না করে বিকাশ ভবনে ফাইল বন্দী হয়ে পড়ে আছে।”




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments