নিউজ ডেস্ক: সরকারের সহযোগিতায় স্বাস্থ্য বীমা না পেয়ে হাইস্কুলের শিক্ষকদের সংগঠন তাদের সদস্যদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো হুগলীর শেওরাফুলি ও নদীয়ার কৃষ্ণনগরে। শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ কর্মরত সকলের জন্য গ্রুপ মেডিকেল পলিসি ভরসার আওতাভুক্ত সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলো।
এই পলিসিতে ৮ লাখ টাকার স্বাস্থ্য বীমা ও ৩০ লাখ টাকার দূর্ঘটনা জনীত বীমার সুযোগ পাওয়া যাচ্ছে। পলিসিটি সরকারী বীমা সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুইরেন্স কোং এর মাধ্যমে চলছে। আগামী দিনে সংগঠন মূল বীমা রাশি ১০ লাখ টাকা করার চিন্তা ভাবনা করছে। শেওড়াফুলিতে মধ্যমগ্রামের ভিভাসিটি মাল্টিস্পেশালিস্ট হসপিটাল সহায়তায় হুগলির শিবিরে উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার সুরজিত পাল, টিপিএ এর রাহুল সরকার ও অন্যদিকে কৃষ্ণনগরের হীরামনি মেমোরিয়াল হসপিটালের ব্যবস্থাপনায় সিএমএস হাইস্কুলের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ড: সুধাংশু শেখর জানা, ড: সুকান্ত চৌধুরী, ড: রহমান, ড: জীবন কৃষ্ণ ঘোষ এবং হেরিটেজ টিপিএ এর রিজিওনাল অফিসার পঙ্কজ সিং, ম্যানেজার সায়ন রায়।
দুটি শিবিরে চন্দন গরাই, মনোজ মন্ডল, সোমা চক্রবর্তী, জ্যোতির্ময় মন্ডল, সন্তু সাঁতরা, সজল সরকার, দীপঙ্কর ঘোষ সহ বহু রাজ্য ও জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সিবিজি, ইসিজি, লিপিড প্রোফাইল, পিএফটি, আই টেস্ট, বিপি, ডায়েট, কার্ডিওলজি, বিএমডি সহ ১৫ টির বেশি টেস্টের সুযোগ পেলেন শিক্ষক- শিক্ষাকর্মী সহ তাদের পরিবারের সদস্যরা।
হুগলির স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ড: গৌরিক কর্মকার, ড: সুব্রত দাস, ড: দীয়া ভট্টাচার্য সহ ১৩ জনের মেডিক্যাল টিম।
টিপিএ রিজিওনাল অফিসার পঙ্কজ সিং বলেন ‘বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা অনেক ব্যয় সাপেক্ষ কিন্তু ভরসা পলিসিতে যুক্ত হলে খুব কম খরচে এই সুবিধাটা পাওয়া যায়। সব থেকে বড় ব্যাপার প্রথম দিন থেকেই ম্যাক্সিমাম সুবিধা এখানে দেওয়া হয়। হেরিটেজ এর পক্ষ থেকে আমরা এটুকু নিশ্চিত করতে পারি ক্লেম পাওয়ার ক্ষেত্রে কোন রকম অসুবিধা হবে না।”
রাজ্য সভাপতি মনোজ মন্ডল বলেন, হাইস্কুল ও মাদ্রাসা স্তরে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মী সহ সকলেই ভরসার সঙ্গে যুক্ত হন। আগামী দিন আরো অনেক বেশি সুযোগ সুবিধা ভরসায় যুক্ত হতে চলেছে।”
ভিভাসিটি হসপিটালের ডেপুটি ম্যানেজার সুরজিত পাল মহাশয় বলেন, ভরসার আয়োজক সংগঠনের কাজকর্ম অনেক বেশি সুশৃঙ্খল ও পরিকল্পনা মাফিক।”