এবার প্রাথমিক শিক্ষকদের হাজিরায় নজরদারিতে নয়া সেল চালু হল এই জেলায়, নিয়ম ভাঙলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে

গুগল শিট তৈরি করে প্রধান শিক্ষকরা রোজকার রিপোর্ট পাঠাবেন এসআই দপ্তরে। আর সেখান থেকে রিপোর্ট চলে যাবে প্রাথমিক শিক্ষা সংসদে। কারও ক্ষেত্রে কাজে গাফিলতি নজরে পড়লে ব্যবস্থা নেওয়ার...

764
শিক্ষক বেতন স্কেল

নিউজ ডেস্ক: এবার প্রাথমিক শিক্ষকদের হাজিরায় নজরদারিতে নয়া সেল চালু হল উঃ ২৪ পরগনা জেলায়। আসলে উত্তর ২৪ পরগনা জেলা শিক্ষাদপ্তরেও গুচ্ছগুচ্ছ অভিযোগ জমা পড়ে। তাই এর বিহিত-সহ শিক্ষার মানোন্নয়নে এগিয়ে এল দপ্তর। শিক্ষক-শিক্ষিকারা যথাসময়ে স্কুলে আসছেন কি না তার উপর নজরে রাখতে ‘টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল’ গঠন করেছে দপ্তর।

পড়ুন:  দুঃখজনক: 'সুপ্রিম' নির্দেশে একই সঙ্গে ছেলে-বৌমার চাকরি বাতিল, হৃদরোগে মারা গেলেন মা, শোকের ছায়া

গুগল শিট তৈরি করে প্রধান শিক্ষকরা রোজকার রিপোর্ট পাঠাবেন এসআই দপ্তরে। আর সেখান থেকে রিপোর্ট চলে যাবে প্রাথমিক শিক্ষা সংসদে। কারও ক্ষেত্রে কাজে গাফিলতি নজরে পড়লে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার।

সরকারি নিয়ম হল—সকাল পৌনে ১১টা মধ্যে শিক্ষকদের স্কুলে ঢুকতে হবে। তাঁরা স্কুল ছাড়তে পারবেন বিকাল সাড়ে ৩টের পর। কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের একটি অংশ এই নিয়ম মানছেন না। ফলে পড়ুয়াদের পঠনপাঠনের ক্ষতি হচ্ছে।

পড়ুন:  দিতে হবে বেতন ফেরত! নিয়োগে ব্যাপক দুর্নীতি, 24000 শিক্ষক-শিক্ষিকা চাকরি হারাতে পারেন

এই বিষয়ে দেবব্রতবাবুর বক্তব্য, সরকারের লক্ষ্য উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করা। অথচ সেখানেই অভিযোগ বহু শিক্ষক-শিক্ষিকা নিয়ম মেনে স্কুলে আসেন না। তাই নয়া সেল চালু করা হয়েছে। এতে শিক্ষকদের হাজিরার ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে। তবে এরপরও যাঁরা নিয়ম ভাঙছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাই নেওয়া হবে।

পড়ুন:  শিক্ষক পদে চাকরির সুপারিশ দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা ঠাকুরের! CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য