শোক সংবাদ: অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল, মৃত্যু জনপ্রিয় শিক্ষকের, শোকের ছায়া নেমেছে এলাকাজুড়ে

দুরারোগ্য ক্যান্সারে মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। ড. মৌসম মজুমদার তমলুকের বহিচাড় বিপিন শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।  জানা যাচ্ছে বেশকিছু দিন ধরেই...

4140
শিক্ষকের মৃত্যু

স্কুল শিক্ষকের মৃত্যু: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। শারীরিক অসুস্থতায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম ড. মৌসম মজুমদার। তিনি তমলুকের বহিচাড় বিপিন শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। ভূগোল বিষয়ের শিক্ষক ছিলেন তিনি।

দুরারোগ্য ক্যান্সারে মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। ড. মৌসম মজুমদার তমলুকের বহিচাড় বিপিন শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।  জানা যাচ্ছে বেশকিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল, তবে শেষ রক্ষা হলনা। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. মৌসুম মজুমদার শিক্ষকতার পাশাপাশি ক্যুইজ, সমাজসেবা, সংগ্রাহক ও বই লেখক ছিলেন। এর আগেও বহু সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। মুকুট জুড়েছে শিক্ষারত্ন সম্মানও। বিএসসি এবং এমএসসিতে গোল্ড মেডালিষ্ট। ২০০০ সালে এসএসসি পরীক্ষায় পশ্চিমাঞ্চল রিজিয়নে ভূগোলে প্রথম স্থানাধিকারী। প্রায় ৬০ টির কাছাকাছি তাঁর লেখা বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে। ছাত্রদের পড়ানোর পাশাপাশি তিনি পরিবেশ ও সমাজ শিক্ষার পাঠ দেন।

পড়ুন:  BIG NEWS: শংসাপত্র নিয়ে অভিযুক্ত ১৯ শিক্ষক-শিক্ষিকার নথি চাইল জেলা বিদ্যালয় সংসদ

সারা জেলায় তাঁর গুণগ্রাহী ছাত্র ছাত্রীর সংখ্যা প্রচুর। এই শিক্ষক একাধিক সংস্থার সঙ্গে যুক্ত থেকে ধারাবাহিকভাবে সমাজসেবা করে চলছিলেন। শিক্ষকতা, সমাজসেবার পাশাপাশি একজন সফল সংগ্রাহক। ১৩১টি দেশের মুদ্রা, একশোটি দেশের ডাকটিকিট। অসংখ্য পুরাতাত্ত্বিক জিনিসপত্রের পাশাপাশি সামুদ্রিক জীবাশ্ম সংগ্রহ করা নেশা। বাড়িতে গড়ে তুলেছেন ছোটখাটো একটি মিউজিয়াম।

পড়ুন:  ‘আসি, আমি মাঝে মধ্যে স্কুলে আসি’, ছাত্র-ছাত্রীরা না চিনতেই একি জবাব শিক্ষকের

প্রিয় শিক্ষকের এই হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বল্পভাষী, সদা হাস্যময় মৌসমবাবু খুব অল্প সময়ের মধ্যেই স্কুলের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।