শোক সংবাদ: ভয়ংকর পথ দূর্ঘটনায় মৃত্যু স্কুল শিক্ষকের, বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর, শোকের ছায়া নেমেছে

স্থানীয়রা বলছেন, বীরভূম জেলা জুড়ে, অবৈধভাবে  হাজার হাজার ওভারলোডিং বালি, পাথর‌ বহনকারী ট্রাকের ফলে বর্তমানে জাতীয় সড়ক যে মরণ ফাঁদে পরিণত হয়েছে।  এই নিয়ে...

6240

স্কুল শিক্ষকের মৃত্যু: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম সুপ্রিয় ধীবর। তিনি বীরভূমের শেওড়াকুড়ি মালাডাং হাই স্কুলের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

পথ দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। সুপ্রিয় ধীবর বীরভূমের শেওড়াকুড়ি মালাডাং হাই স্কুলে কর্মরত ছিলেন।  জানা যাচ্ছে বিদ্যালয়ে আসার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারান ওই শিক্ষক। তিনি কমার্স বিষয়ের শিক্ষক ছিলেন। পথ দূর্ঘটনায় এই ভাবে একজন শিক্ষকের মৃত্যুর ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন।

স্থানীয়রা বলছেন, বীরভূম জেলা জুড়ে, অবৈধভাবে  হাজার হাজার ওভারলোডিং বালি, পাথর‌ বহনকারী ট্রাকের ফলে বর্তমানে জাতীয় সড়ক যে মরণ ফাঁদে পরিণত হয়েছে।  এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

সুপ্রিয়বাবু হরিনাম সকীর্তনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রিয় শিক্ষকের এই হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেওড়াকুড়ি মালাডাং হাই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে কাজ করছিলেন তিনি। স্বল্পভাষী, সদা হাস্যময় সুপ্রিয়বাবু খুব অল্প সময়ের মধ্যেই স্কুলের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পড়ুন:  SSC: ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর তথ্য প্রকাশ করে মেধাক্রম অনুসারে নিয়োগের ব্যবস্থা হোক! যে দাবি উঠল...