HomeSouth Bengalঅসাধারণ: ১০০ শতাংশ প্রতিবন্ধকতা নিয়েও SSC আপার প্রাইমারির তালিকায় পঞ্চম স্থান দখল...

অসাধারণ: ১০০ শতাংশ প্রতিবন্ধকতা নিয়েও SSC আপার প্রাইমারির তালিকায় পঞ্চম স্থান দখল করে চমকে দিলেন রাহুল

আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ১০০ শতাংশ প্রতিবন্ধকতা নিয়েও আপার প্রাইমারির তালিকায় ইতিহাসে পঞ্চম স্থান দখল করে চমকে দিলেন কান্দি শহরের প্রাথমিক স্কুলের সহশিক্ষক রাহুল দেব ঘোষ।

SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ১০০ শতাংশ প্রতিবন্ধকতা নিয়েও আপার প্রাইমারির তালিকায় ইতিহাসে পঞ্চম স্থান দখল করে চমকে দিলেন কান্দি শহরের প্রাথমিক স্কুলের সহশিক্ষক রাহুল দেব ঘোষ।

চরম ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা।মুর্শিদাবাদের কান্দি শহরের নতুন পাড়ার বাসিন্দা রাহুল দেব ঘোষ। বর্তমানে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। পাশাপাশি শরীরের নিম্নাংশ পুরোপুরি অসাড়। কিন্তু মানসিক ভাবে খুব শক্তিশালী। সব সময় সাথী হুইলচেয়ার। শিক্ষক রাহুল দেব ঘোষ বলেন, “মনের জোর এবং ইচ্ছাশক্তি থাকলে অনেক কিছুই করা যায়।”

বর্তমানে শিক্ষকতা করেন শহরের কুমারবিমলচন্দ্র পুর প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের প্রধান শিক্ষক নিমাই কুমার চক্রবর্তী জানিয়েছেন, “রাহুল দেব ঘোষের মতো শিক্ষক পেয়ে আমরা খুবই গর্বিত। সঠিক সময়ে স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময় কাটানো শিক্ষা প্রদান করা মনোবল বাড়ানো সবকিছু রাহুলের বিশেষ কর্তব্যর মধ্যেই পড়ে। ওনার এই সফলতায় আমরাও খুবই খুশি এবং গর্বিত।”




প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া পুজোর আগেই শুরু হবে। দীর্ঘ আট বছরের অপেক্ষা অবশেষে অবসান হতে চলেছে। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিয়োগ এবার সম্পন্ন হতে চলেছে। শুক্রবার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। পুজোর আগেই, ৩ এবং ৪ অক্টোবর হবে প্রথম দু’দফার কাউন্সেলিং। পুজোর পরে আরও চার দফা কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ের পরবর্তী দিনগুলি হল, ২৪, ২৫, ২৮ এবং ২৯ অক্টোবর।

পড়ুন:  SSC: মেধাতালিকা প্রকাশ করে শিক্ষক পদে নিয়োগ দিতেই হবে! রাজপথে ঐতিহাসিক আন্দোলনের ডাক হবু শিক্ষকদের




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments