শোক সংবাদ: হঠাৎ করে সব শেষ! স্কুল শিক্ষকের মৃত্যু, ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে

শিক্ষকের এই হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বল্পভাষী, সদা হাস্যময় রমেশবাবু খুব অল্প সময়ের মধ্যেই স্কুলের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। প্রিয় শিক্ষকের মৃত্যুতে....

6724
শিক্ষকের মৃত্যু

স্কুল শিক্ষকের মৃত্যু: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। অকাল মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম রমেশ কিস্কু। তিনি Bamongram H M A M High School এ সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। অকালে চলে গেলেন তিনি।

শিক্ষকের মৃত্যু

হঠাৎ অসুস্থ হয়ে গতকাল রাত্রে মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। রমেশ কিস্কু Bamongram H M A M High School এ সহকারী শিক্ষক কর্মরত ছিলেন। তেমন কোনও রোগ ছিল না। তবে হঠাৎ ব্রেইন স্ট্রোক হয় তিন দিন আগে। স্থানীয় দিশারী নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

প্রায় শিক্ষকের এই হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বল্পভাষী, সদা হাস্যময় রমেশবাবু খুব অল্প সময়ের মধ্যেই স্কুলের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। শিক্ষকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী এবং ছাত্র-ছাত্রীরা। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: রাজ্যের এই স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে, জেনেনিন এক্ষুনি