SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশের পরেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত করছে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগের মেধাতালিকায় পঞ্চম স্থানে থাকলেও আপার প্রাইমারি শিক্ষক পদের চাকরি চান না মুর্শিদাবাদের কান্দির রাহুলদেব ঘোষ! আসলে রাহুল প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন, তিনি সেটি ছাড়তে চাননা।
এই নিয়ে রাহুল বলেন, ‘‘বর্তমানে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছি। বড়দের থেকে বাচ্চাদের পড়াতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি।’’
দীর্ঘ ১০ বছরেও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি। তবে খুব শিগগিরই যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, তা মনে প্রাণে চান রাহুল। তিনি বলেন, ‘‘তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হোক, সেটাই চাই। কারণ, আমার বহু পরিচিত রয়েছেন, যাঁদের নাম তালিকায় রয়েছে। বেকারত্বের জ্বালা দূর করতে দ্রুত নিয়োগ করা গেলেই ভাল।’’
আসলে ২০১৭-র ৩১ ডিসেম্বরে এক নিমেষে পাল্টে গেল রাহুলের জীবন। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন। প্রাণে বাঁচলেন বটে, কিন্তু বিশেষ ভাবে সক্ষম হয়ে।
২০১২-তে প্রথমে টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) দেন এবং ২০১৪-য় প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন রাহুল। নিজে যে স্কুলে পড়াশোনা করেছেন ছোট থেকে, কান্দির সেই বিমলচন্দ্র স্কুলেই শিক্ষক হয়ে যোগ দেন। ইচ্ছে ছিল উচ্চ প্রাথমিকে পড়াবেন। সেই মতো ২০১৫-য় এসএসসি-র উচ্চ প্রাথমিকে নিয়োগের পরীক্ষাও দেন। সফলও হন, তবে সেই পরীক্ষার মেধাতালিকায় পঞ্চমে নাম থাকলেও ২০২৪-এ সেই চাকরি করতে চাননা রাহুল। আসলে বড়দের থেকে বাচ্চাদের পড়াতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
১০০ শতাংশ প্রতিবন্ধকতা নিয়েও আপার প্রাইমারির তালিকায় ইতিহাসে পঞ্চম স্থান দখল করে চমকে দিলেন কান্দি শহরের প্রাথমিক স্কুলের সহশিক্ষক রাহুল দেব ঘোষ।
চরম ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা।মুর্শিদাবাদের কান্দি শহরের নতুন পাড়ার বাসিন্দা রাহুল দেব ঘোষ। বর্তমানে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। পাশাপাশি শরীরের নিম্নাংশ পুরোপুরি অসাড়। কিন্তু মানসিক ভাবে খুব শক্তিশালী। সব সময় সাথী হুইলচেয়ার। শিক্ষক রাহুল দেব ঘোষ বলেন, “মনের জোর এবং ইচ্ছাশক্তি থাকলে অনেক কিছুই করা যায়।”
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে উচ্চপ্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে এসএসসি ১৪ হাজার ৫২ জনের তালিকা প্রকাশ করে। পুজোর আগে দু’টি দিন চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং করছে এসএসসি। এরপর দুর্গা পুজোর পর তিন দফায় চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হবে। সেই কাউন্সেলিং-এ অবশ্য যাবেন না রাহুলদেব ঘোষ।