HomeKolkataBIG NEWS: শিক্ষিকার করা মামলায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ...

BIG NEWS: শিক্ষিকার করা মামলায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, ঘটনায় তুমুল শোরগোল

জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে তুমুল শোরগোল। আগামী ২৬ সেপ্টেম্বর সংসদ সভাপতিকে উচ্চ আদালতে হাজির করানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের।

নিউজ ডেস্ক: এবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে তুমুল শোরগোল। আগামী ২৬ সেপ্টেম্বর সংসদ সভাপতিকে উচ্চ আদালতে হাজির করানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের।

আদালতের নির্দেশ অবমাননা করায় মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হল। মালদহ থানার পুলিশকে সভাপতিকে গ্রেফতার করে উচ্চ আদালতের হাজির করার নির্দেশ দেওয়া হল। সংসদ সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতা হাইকোর্ট।এই নির্দেশ আসার পরেই হইচই পড়েছে প্রশাসনিক মহলে।

গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ জানিয়েছেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।




যদিও সংসদ সভাপতি টেলিফোনে জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য আজই কলকাতায় গিয়েছেন। এখনই উচ্চ আদালতের নির্দেশ সংক্রান্ত বিষয়ে কিছু বলতে চাননি তিনি।




জানা গিয়েছে, এক প্রাথমিক স্কুল শিক্ষিকা বকেয়া প্রাপ্তির বিষয়ে মামলা করেন। সেই মামলায় এর আগে একাধিকবার মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে স্বশরীরে অথবা ভার্চুয়াল ব্যবস্থায় হাজিরা দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু, সেই আদেশ অমান্য করেন তিনি। আদালত অবমাননা করায় কড়া নির্দেশ দিলেন বিচারপতি।

পড়ুন:  ৫০ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে! নতুন নিয়োগ নিয়ে যা জানা গেল




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments