HomeJobWBCS EXAM 2024: ডব্লিউবিসিএস পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য, যোগ্যতা, পরীক্ষার নতুন প্যাটার্ন,...

WBCS EXAM 2024: ডব্লিউবিসিএস পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য, যোগ্যতা, পরীক্ষার নতুন প্যাটার্ন, সিলেবাস, কোন কোন পদে চাকরি

WBCS EXAM: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) পরীক্ষার নিয়ামক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন। WBCS-এর গণ্ডি পেরোলেই নিশ্চিত সরকারি চাকরি। রাজ্যের মর্যাদাপূর্ণ নানা প্রশাসনিক চাকরির পথ খুলে দেয় এই পরীক্ষা নিয়মিত অধ্যয়ন, একাগ্রতা এবং বর্তমান ঘটনাবলি সম্পর্কে সচেতনতা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মূল চাবিকাঠি।

WBCS EXAM: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) পরীক্ষার নিয়ামক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন। WBCS-এর গণ্ডি পেরোলেই নিশ্চিত সরকারি চাকরি। রাজ্যের মর্যাদাপূর্ণ নানা প্রশাসনিক চাকরির পথ খুলে দেয় এই পরীক্ষা নিয়মিত অধ্যয়ন, একাগ্রতা এবং বর্তমান ঘটনাবলি সম্পর্কে সচেতনতা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মূল চাবিকাঠি। ২০২৫ সালের নিয়োগে পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসে বিপুল পরিবর্তন আসতে চলেছে। অনেকটাই UPSC এর ধাঁচে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তাই সাফল্যের লক্ষ্যে সঠিক প্রশিক্ষণ ও প্রস্তুতিও শুরু করতে হবে এখনই।

WBCS পরীক্ষা হয় তিনটি ধাপে

WBCS পরীক্ষা ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ টাইপের প্রশ্নপত্রে পরীক্ষা হয়। তিনটি অংশে বিভক্ত:

১। প্রিলিমিনারি পরীক্ষা (অবজেক্টিভ টাইপ)
২। মেন পরীক্ষা (ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ টাইপ)
৩। পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরাই মেন পরীক্ষায় বসতে পারেন। মেন পরীক্ষায় উত্তীর্ণরা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পান।

প্রিলিমিনারি পরীক্ষা

■ এই পরীক্ষায় সাধারণত জেনারেল স্টাডিজের প্রশ্ন থাকে। এটি স্ক্রিনিং পরীক্ষা।
■ সময়সীমা: আড়াই ঘণ্টা। প্রশ্নের সংখ্যা ২০০ |
■ মোট নম্বর: ২০০। জেনারেল স্টাডিজ়ে মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকে।

পড়ুন:  BEd Vs DElEd: আর্মি স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড বৈধ রাখা হলেও এই শর্ত আরোপ করা হল

মেইন পরীক্ষা

■ ছ’টি কম্পালসারি পেপার, একটি ঐচ্ছিক বিষয় থাকে (গ্রুপ এ ও বি-র জন্য)। গ্রুপ সি ও ডি পরীক্ষায় কোনও ঐচ্ছিক পেপার নেই।

পার্সোনালিটি টেস্ট

■ পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের প্রশাসনিক চাকরির যোগ্যতা যাচাই করা হয়।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

■ আটটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ২০০ নম্বর বরাদ্দ। ইংলিশ কম্পোজিশন, সাধারণ বিজ্ঞান, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বর্তমান ঘটনা, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল (পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখ-সহ), ভারতের সংবিধান ও অর্থনীতি, ভারতীয় জাতীয় আন্দোলন এবং সাধারণ মানসিক দক্ষতা বিষয়ক।

মেইন পরীক্ষার সিলেবাস

■ সব চাকরির জন্য ছ’টি বাধ্যতামূলক পেপার। প্রতিটি
পেপারের সময়সীমা ৩ ঘণ্টা। প্রতিটি পেপার ২০০ নম্বরের। একটি ঐচ্ছিক বিষয় (গ্রুপ এ এবং বি বিভাগের চাকরিপ্রার্থীদের)।




বাধ্যতামূলক পেপার: পেপার ওয়ান বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি (যে কোনও একটি ভাষা), পেপার টু ইংলিশ, পেপার থ্রি জেনারেল স্টাডিজ় ওয়ান (ভারতের ইতিহাস ও জাতীয় আন্দোলন এবং ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল), পেপার ফোর জেনারেল স্টাডিজ টু (বিজ্ঞান এবং প্রযুক্তি, পরিবেশ, সাধারণ জ্ঞান এবং বর্তমান ঘটনা), পেপার ফাইভ ভারতের সংবিধান ও অর্থনীতি (আরবিআই, পরিকল্পনা কমিশন ও নীতি আয়োগের ভূমিকা-সহ), পেপার সিক্স: অঙ্ক ও রিজনিং টেষ্ট।

পড়ুন:  '৭ দিনের মধ্যে', রাজ্যের শিক্ষকদের জন্য পুজোর আগে বড় খবর, জেলায় জেলায় গেল চিঠি

ঐচ্ছিক পেপারসমূহ: বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরেজি, পালি, আরবি, পার্শিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সাঁওতালি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কৃষি, সমাজবিজ্ঞান, নৃ-তত্ত্ব, গণিত, অর্থনীতি, ভূগোল, ফিজিক্স, জুলজি, স্ট্যাটিসটিক্স, জিওলজি, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, দর্শন, ফিজিওলজি, বোটানি, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, ম্যানেজমেন্ট, আইন, কমার্স অ্যান্ড অ্যাকাউটেন্সি, সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যানিমাল হাসব্যান্ডারি এবং ভেটেরিনারি সায়েন্স ইত্যাদি।

শুধুমাত্র গ্রুপ এ এবং বি চাকরিপ্রার্থীদের একটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করতে হবে। ঐচ্ছিক বিষয় দু’টি পেপার নিয়ে হয়। পেপার ওয়ান এবং টুয়ে ২০০ করে ৪০০ নম্বর বরাদ্দ।




পার্সোনালিটি টেস্টের নম্বর বিভাজন 

■ গ্রুপ এ ও বি : ২০০ নম্বর,
■ গ্রুপ সি: ১৫০ নম্বর,
■ গ্রুপ ডি: ১০০ নম্বর পার্সোনালিটি টেস্টে প্রার্থীদের
বুদ্ধিমত্তা, মানসিক সতর্কতা, সচেতনতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং নৈতিক সততা যাচাই করা হয়।

পড়ুন:  নজিরবিহীন: সর্বোচ্চ নম্বর পেয়েও চাকরি পায়নি ২০০ জন, শিক্ষক নিয়োগ কাণ্ডে বড়সড় দুর্নীতি ফের ফাঁস! রিপোর্ট জমার নিদের্শ

WBCS পরীক্ষার যোগ্যতার মাপকাঠি 

ভারতীয় নাগরিক।




শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি। বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং বলতে
জানতে হবে (নেপালি ভাষাভাষীদের ক্ষেত্রে প্রযোজ্য
নয়)।

WBCS পরীক্ষার বয়সসীমা

গ্রুপ এ এবং সি: ২১-৩৬ বছর। গ্রুপ বি: ২০-৩৬ বছর। গ্রুপ ডি: ২১-৩৯ বছর। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়মে বয়সের ছাড় আছে।




তবে কি মিলবে না ১০০০ টাকা? আরজিকর আবহে কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য? বিরাট আপডেট

ডব্লিউবিসিএসে সফল হতে পারলে কী কী চাকরি মেলে

■ গ্রুপ এ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ), অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভেনিউ (পশ্চিমবঙ্গ), ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লায়েজ সার্ভিসসহ অন্যান্য

■ গ্রুপ বি: ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস




■ গ্রুপ সি: জেলা সংশোধনাগারের সুপার/ কেন্দ্রীয় সংশোধনাগারের ডেপুটি সুপার, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার সহ অন্যান্য

■ গ্রুপ ডি: ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সোসাইটিজ, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার সহ অন্যান্য।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments