HomeKolkataশিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের প্যাচে বিরাট সমস্যায় পড়তে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়!...

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের প্যাচে বিরাট সমস্যায় পড়তে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়! সামনে এল বড় খবর

তবে কি ফের বিরাট প্যাচে পড়তে চলছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও জড়াবেন পার্থ? সেই সম্ভাবনাই সামনে আসছে। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িয়ে গিয়েছিলেন পার্থ।

নিউজ ডেস্ক: তবে কি ফের বিরাট প্যাচে পড়তে চলছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও জড়াবেন পার্থ? সেই সম্ভাবনাই সামনে আসছে। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িয়ে গিয়েছিলেন পার্থ। এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডেও পার্থকে জেরা করতে তৈরি হচ্ছে সিবিআই।

জানা যাচ্ছে, বিশেষ আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজির করানোর জন্য আবেদন জানিয়েছে সিবিআই। মনে করা হচ্ছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় তাঁকে গ্রেফতার করার উদ্দেশ্যেই সিবিআইয়ের তরফে এই আবেদন জানানো হয়েছে। পার্থের পাশাপাশি নিয়োগকাণ্ডে আর এক ধৃত অয়ন শীলকেও আদালতে হাজির করানোর আবেদন জানানো হয়েছে।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: প্রাথমিক-সহ অন্যান্য স্তরে দ্রুত শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জানালেন এই কথা

মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে পার্থকে। প্রেসিডেন্সি জেল থেকে আদালতে পেশের নির্দেশ। পার্থর সঙ্গেই অয়ন শীলকেও আদালতে পেশ করার আবেদন জানায় সিবিআই। অয়নকেও আদালতে পেশ করার নির্দেশ।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্টে ওঠে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা। সেখানে অনুব্রতর জামিনের প্রসঙ্গ তুলে প্রাক্তন মন্ত্রীর আইনজীবী বলেন,”২ বছরের উপর হেফাজতে। মনে হয় না যে এখন তাঁর সমর্থনে আর একজনকেও পাওয়া যাবে।” সেই শুনানিতে বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রশ্ন তোলেন জামিনে মুক্ত হলে পার্থ চট্টোপাধ্যায় আবার পুরনো পদে পুনর্বহাল হবেন না তো? “হতে পারে জামিন পাওয়ার পর আবার পুনর্বহাল করা হবে। সাম্প্রতিক উদাহরণ তো আমরা বীরভূমেই দেখতে পাচ্ছি।” এ কথা শুনেই পার্থর সওয়াল,”না না, অনুব্রত মণ্ডল আমার থেকে বেশি ক্ষমতাবান।” 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments