স্কুলে ছুটির তালিকা: পুজোর ছুটি শেষ করে খুলে গিয়েছে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পুজোর ছুটি এখনও শেষ হয়নি। ফলে বন্ধই থাকছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। আসলে গ্রীষ্মের ছুটি নিয়ে প্রাথমিক স্কুলের সঙ্গে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সমতা থাকলেও বৈষম্য থাকছে পুজোর ছুটিতে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলি লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে খুলে গেল। আর এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধই থাকবে।
রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুল লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে ও কালী পুজোর আগে পর্যন্ত (১৯-৩০ অক্টোবর) খোলা থাকবে। ওই সময়ে ৯৯৯১টি মাধ্যমিক ও ৬৭৭১টি উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা চাপা অসন্তোষ কাজ করছে। আসলে শিক্ষাবর্ষ হিসেবে, বড়দের চেয়ে ছোটরাই এ বার বেশি দিন ক্লাস পাচ্ছে।
এই বৈষম্য নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “শনিবার অথবা আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয় খুলে যাচ্ছে। এখনো পর্যন্ত পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীরা কোথাও প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, আবার কোথাও হাইস্কুলে। একই ক্লাসের ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ ছুটি কাটাবে, আবার কেউ স্কুল যাবে এটা অত্যন্ত বেমানান। প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে এই অবাস্তব পরিকল্পনা। আমরা দাবি করছি, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য দীর্ঘ ছুটির তালিকা একই রকমের করা হোক এবং ভাতৃদ্বিতীয়ার পর সবার জন্য একসঙ্গে বিদ্যালয় খুলে দেওয়া হোক।”
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরেই আবার একাদশে সেমেস্টার চালু হচ্ছে। ফলে নভেম্বরে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত বেশির ভাগ মাধ্যমিক স্কুলেই প্রথম সেমেস্টার পরীক্ষার জন্য ফের পঠনপাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে শিক্ষামহল।