Homeপশ্চিমবঙ্গSSC শিক্ষক নিয়োগ: এ বিষয়ে আমরা খোঁজখবর রাখছি! যা জানালেন এসএসসির চেয়ারম্যান...

SSC শিক্ষক নিয়োগ: এ বিষয়ে আমরা খোঁজখবর রাখছি! যা জানালেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

কমিশন সূত্রের খবর, নিয়োগের জন্য সংশোধিত শূন্যপদের তালিকা নভেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে প্রকাশ করা হবে।

নিউজ ডেস্ক: আদালতের নির্দেশের পরেই উচ্চ প্রাথমিক স্তরে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। বুধবার উচ্চ প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল এসএসসি। দ্বিতীয় দফায় ডাকা হচ্ছে মোট ৮,০৯১ জন হবু শিক্ষকের। আগামী ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত, মাঝে শনি-রবি বাদ দিয়ে প্রত্যেক দিন কাউন্সেলিং চলবে। ১২ ও ১৩ নভেম্বর শনি ও রবিবার পড়ায় ওই দু’দিন বন্ধ থাকছে এই প্রক্রিয়া।

প্রথম দফার কাউন্সিলিং নোটিশ আগেই প্রকাশ করেছিল এসএসসি। পুজোর ছুটির আগেই দুইদিন কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্নও করা হয়েছে। এদিকে ২৪ ও ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় দানা-র প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে কলকাতা সহ বাংলায়। ওই দুই দিন আবার কাউন্সেলিং হওয়ার কথারয়েছে। সে ক্ষেত্রে কী হবে? এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “এ বিষয়ে আমরা খোঁজখবর রাখছি।”

এর আগে প্রথম পর্যায়ে ছয় দফা কাউন্সেলিংয়ে তালিকা প্রকাশ করা হয় মোট ৬৫৮ জনের। পুজোর পরে ২৪, ২৫, ২৮, ২৯ অক্টোবর বাদবাকি প্রার্থীদের কাউন্সেলিং হবে বলে আগেই জানিয়েছে এসএসসি। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, সেখানে ডাকা হয়েছে ৮০৯১ জনকে। অর্থাৎ দু’বারে এ পর্যন্ত মোট ৮,৭৪৯ জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে।

কমিশন সূত্রের খবর, নিয়োগের জন্য সংশোধিত শূন্যপদের তালিকা নভেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে প্রকাশ করা হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হল দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে ৭০০ থেকে ৮০০ জন প্রার্থীকে দৈনিক ডাকা হচ্ছে স্কুল বাছাই করে অনুমোদনপত্র নেওয়ার জন্য। মেধাতালিকা ভুক্ত প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হলে বাকি থাকা শূন্যপদ অনুযায়ী ওয়েটিং প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পড়ুন:  মামলা করেছেন ৩০০ জন! প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল জমা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments