Homeপশ্চিমবঙ্গরাজ্যের সরকারি কর্মীদের মার্চ মাসে টানা ৪ দিনের ছুটি মিলতে পারে! খুশির...

রাজ্যের সরকারি কর্মীদের মার্চ মাসে টানা ৪ দিনের ছুটি মিলতে পারে! খুশির খবর, কোন কোন দিন মিলবে বিশেষ হলিডে?

নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাসে তেমন কোনও বড় ছুটি পাওয়া যায়নি। মার্চের প্রথম সপ্তাহতেই নেই তেমন কোনও হলিডে। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহে মিলতে পারে ৪ দিনের ছুটি।

১৪ তারিখ দোল পূর্ণিমার জন্য ছুটি থাকে। ১৫ মার্চ পড়েছে হোলি উৎসব। তাই ১৪ আর ১৫ মার্চ ছুটির দিন। ১৪ তারিখ পড়েছে শুক্রবার। ১৫ তারিখ হোলির দিন শনিবার অর্থাৎ এমনিতেই সরকারি কর্মীদের ছুটির দিন।

১৬ তারিখ রবিবার। একসঙ্গে মিলছে শুক্র, শনি ও রবিবারের ছুটি। এ ছাড়াও মিলতে পারে আরও একটা বাড়তি ছুটি। ১৩ তারিখ বৃহস্পতিবার একটি ক্যাজুয়াল লিভ নিয়ে নিলে টানা ছুটি পাওয়া যাবে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত।

অর্থাৎ ১৩, ১৪, ১৫, ১৬ তারিখ পর্যন্ত টানা ছুটি উপভোগ করতে পারবেন। একটানা ৪ দিনের ছুটি মিলে যাবে সহজেই। সেক্ষেত্রে ছোট্ট ছুটির সময়ে ঘুরে আসতে পারেন আশেপাশে।

পড়ুন:  পশ্চিমবঙ্গ: তবে কি সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে? নয়া সার্কুলারের মানে বোঝালেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments