SSC: বুধেই দিল্লিতে ধরনা চাকরিহারাদের! চাপ বাড়বে মমতা সরকারের! মিলবে কি স্বস্থি?

143
যোগ্য শিক্ষক

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্যই চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। চাকরিহারিয়ে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন যোগ্য চাকরিহারারা। চাপ আরও বাড়াতে এবার দিল্লিতে ধরনায় বসতে চলেছেন চাকরিহারারা। বুধবার থেকে দিল্লিতে ধরনা চাকরিহারাদের! 

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের আন্দোলন এবার দিল্লির মাটি ছোঁবে। বুধবারেই রয়েছে চাকরিহারাদের যন্তর মন্তরে ধরনার কর্মসূচি। আগামী বুধবার দিল্লিতে যন্তরমন্তরে ধরনায় বসতে চলেছেন এরাজ্যের যোগ্য চাকরিহারাদের একাংশ।

জানা যাচ্ছে, সোমবারই তাঁরা বাসে করে দিল্লির উদ্দেশে রওনা দিতে চলেছেন। দিল্লি যেতে গিয়ে তাঁরা রাস্তায় যে সমস্ত রাজ্য দিয়ে যাবেন, সেখানে তাঁরা নিজেদের কথা জানাতে লিফলেট বিলি করতে থাকবেন বলেও জানা গিয়েছে।

পড়ুন:  BIG NEWS: SSC-র নতুন পরীক্ষা বিধি নিয়ে বিরাট মন্তব্য বিচারপতির! এসএসসি-র নয়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্নের মুখে

চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’ রবিবার সকালে একথা জানিয়েছে। সংগঠনের তরফে ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী ১ মে থেকে ৭ মে পর্যন্ত রিলে অনশনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের একাংশের। জানানো হয়েছে, ৭ মে-র পর আমরণ অনশনের ডাক দিয়ছেন সংগঠনের সদস্যরা। এখন দেখার বিষয়টি শেষপর্যন্ত কতদূর গড়ায়।

পড়ুন:  SSC নিয়োগ কেলেঙ্কারি: 19 হাজার যোগ্য প্রার্থীর তালিকা প্রস্তুত: এসএসসি শিক্ষা দফতরে নাম পাঠিয়েছে, সরকার শীঘ্রই তালিকা প্রকাশ করবে

এদিকে, সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো এসএসসির প্রায় ২৬ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মীরা ‘যোগ্য’ দের নামের তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে আসছেন। স্কুল শিক্ষা দফতরের তরফে যোগ্য চাকরিহারাদের নতুন নামের তালিকা শিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছে। সেখানে চাকরিপ্রার্থীর নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য জানানো হয়েছে।