Homeভারত১৫০০০ জনকে ১,২৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে! নম্বরের ভিত্তিতে যোগ্যতার মান নির্ণয়,...

১৫০০০ জনকে ১,২৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে! নম্বরের ভিত্তিতে যোগ্যতার মান নির্ণয়, এই ভাবে আবেদন করতে হবে

৯ম বা ১০ম শ্রেণির জন্য বার্ষিক ৭৫,০০০ টাকা এবং ১১ এবং দ্বাদশ শ্রেণির জন্য বার্ষিক ১,২৫,০০০ টাকা দেওয়া হবে।

পিএম যশস্বী ছাত্রবৃত্তি: খুব ভালো খবর মেধাবী পড়ুয়াদের জন্য। ছাত্রবৃত্তি দেবে ভারত সরকার। সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্ৰক, পিএম নবীন কীর্তিস্থাপনকারী ছাত্রবৃত্তি যোজনা প্রাণবন্ত ভারতের জন্য (পিএম যশস্বী) এই বৃত্তি দেওয়া হবে। মেধাবী পড়ুয়ারা অবশ্যই আবেদন করতে পারেন।

ওবিসি, ইবিসি এবং ডিএনটি পড়ুয়াদের জন্য ১৫০০০ ছাত্রবৃত্তি দেওয়া হবে।

যোগ্যতার মান

ওবিসি, ইবিসি এবং ডিএনটি পড়ুয়াদের জন্য এই বৃত্তি প্রদান করা হবে। পিতা-মাতা/অভিভাবকদের বার্ষিক আয় ২.৫০ লক্ষ টাকার বেশি হলে হবে না। নবম বা একাদশ শ্রেণিতে স্কুলে পাঠরত যেসব পড়ুয়া ৮ম বা দশম শ্রেণিতে ৬০% বা তার বেশি নম্বর পেয়েছে, তারা আবেদন করবে।

ছাত্রবৃত্তি সহায়তা

পড়ুন:  রেকর্ড: UGC NET জুন পরীক্ষায় 1.12 লক্ষেরও বেশি প্রার্থী পিএইচডি-র জন্য যোগ্যতা অর্জন করেছেন, দেখেনিন হিসাব

৯ম বা ১০ম শ্রেণির জন্য বার্ষিক ৭৫,০০০ টাকা এবং ১১ এবং দ্বাদশ শ্রেণির জন্য বার্ষিক ১,২৫,০০০ টাকা দেওয়া হবে।

বাছাই প্রক্রিয়া

৮ম এবং ১০ম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা মেধার তালিকার মাধম্যে নির্বাচন করা হবে। গোটা প্রক্রিয়া এনএসপি পোর্টালের মাধ্যমে করা হবে।

পড়ুন:  8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে বেতন কত বাড়বে, জেনে নিন বেতন নির্ধারণের গণিত

আবেদন প্রক্রিয়া

জাতীয় ছাত্রবৃত্তি পোর্টাল রেজিস্ট্রেশন এবং দরখাস্তের জন্য ৩১.১০.২০২৪ পর্যন্ত খোলা থাকবে। ছাত্রবৃত্তি আধারযুক্ত অ্যাকাউন্টে কেবলমাত্র কেন্দ্রীয় সরকার কর্তৃক সুবিধাপ্রাপকদের সরাসরি বণ্টন করা হবে। এই সম্পর্কে বিস্তারিত যোগ্যতার মান এবং অন্যান্য বিবরণের জন্য অনুগ্রহ করে নিচের ওয়েবসাইটে ভিজিট করুন

পড়ুন:  অসাধারণ: সর্বভারতীয় UPSC পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় দুই স্থানেই বঙ্গ সন্তান, জয়জয়কার বাংলার

http://socialjustice.gov.in/schemes/ এবং https://scholarships.gov.in/

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments