Homeপশ্চিমবঙ্গকলেজে সহকারী অধ্যাপক পদে শূন্যপদ পূরণ হবে দ্রুতই! কলেজ সার্ভিস কমিশন সূত্রে...

কলেজে সহকারী অধ্যাপক পদে শূন্যপদ পূরণ হবে দ্রুতই! কলেজ সার্ভিস কমিশন সূত্রে এই খবর জানা গেল

২০২০ সালে রাজ্যের সাড়ে চারশো সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এরপরে মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই।

নিউজ ডেস্ক: কলেজে সহকারী অধ্যাপক পদে শূন্যপদ পূরণ হবে দ্রুতই, এমনই আশ্বাস দিল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। পুজোর মরশুমেও হতাশায় দিন কাটাচ্ছেন পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের (সিএসসি) মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের একাংশ। দ্রুত কাউন্সিলিং করিয়ে নিয়োগের দাবি জানাচ্ছেন তাঁরা।

আসলে ২০২০ সালে রাজ্যের সাড়ে চারশো সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এরপরে মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই। বেশ কিছু বিষয়ের মেধাতালিকার মেয়াদ উত্তীর্ণ হলেও এখনও পর্যন্ত বাংলা, সংস্কৃত, ভূগোল, হিন্দি এবং উর্দুর মতো কয়েকটি বিষয়ের মেরিট লিস্টের মেয়াদ রয়েছে ২১ ডিসেম্বর পর্যন্ত।

মেধাতালিকাভুক্ত কিছু প্রার্থীরা এখনও চাকরি পাননি। এ ব্যাপারে জানতে সিএসসি-র চেয়ারম্যান দীপক করের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। তবে কমিশনের এক আধিকারিক জানান, অধিকাংশ বিষয়ের প্যানেলেই প্রার্থীদের নিয়োগ হয়ে গিয়েছে। খুব কম ভ্যাকেন্সি পড়ে আছে। অল্পদিনের মধ্যেই চারবার কাউন্সেলিং হয়েছে। বাংলা ছাড়া সংস্কৃতের মতো গুটিকয় বিষয়ের মেরিট লিস্ট শেষ হবে ডিসেম্বরে। ফলে পুজোর ছুটির পর হাতে এখনও দু’মাস সময় আছে। বেশ কিছু আসনে রি-কাউন্সেলিং হতে পারে। যাঁরা চাকরি পাওয়ার প্রায় সবাই পেয়ে গিয়েছেন।

২০২০-এর সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন বিষয়ের মেধাতালিকা দফায় দফায় প্রকাশিত হয়। সেই তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের একাংশ এখনও পর্যন্ত চাকরি না-পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। সরকারি দপ্তরে ছোটাছুটি করছেন। যাঁদের মধ্যে বাংলা বিষয়ের প্রার্থীই সংখ্যাধিক।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments