SSC শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মেলায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়েছে। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। ১৪০০০-এরও বেশি শূন্যপদ থাকলেও প্রায় ১৩৯৫০ জনের নামের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়া যাওয়ায় শূন্যপদের থেকে মেধাতালিকায় থাকা প্রার্থীর সংখ্যা কম।
তবে এবারে স্কুল শিক্ষক মহল সূত্রে জানা যাচ্ছে, ২০১৬ সালের পরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে নিযুক্ত শিক্ষকদের অনেকেই রয়েছেন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের এই তালিকায়। আসলে এই শিক্ষকদের নিয়োগের বৈধতা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে যার শুনানি চলছে। তাই উচ্চ প্রাথমিকে সুযোগ পাওয়া অনেকেই চেষ্টা করছেন ওই চাকরি ছেড়ে এখানে চলে আসতে। তাঁদের বক্তব্য, বেতন কমে কমুক, চাকরি তো নিশ্চিত হবে।
এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “২০১৬ সালের এসএলএসটিতে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরীর স্থায়িত্ব নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এখনো সেই মামলার ফয়সালা হয়নি। এই অবস্থায় তাঁদের মধ্যে অনেকেই গতকাল প্রকাশিত উচ্চ প্রাথমিকের শিক্ষকতার তালিকায় প্যানেল ভুক্ত হয়েছেন। তাঁরা এখন কি করবেন ভেবে কূলকিনারা পাচ্ছেন না। অনেকেই এই অনিশ্চয়তার কারণে বেতন কম হওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিক স্তর বা মাধ্যমিক স্তর থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দাবী করছি যাঁরা ভবিষ্যতে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বহাল থাকবেন তাঁদের পুরনো জায়গায় ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। কেননা, এর দায় সম্পূর্ণরূপে সরকার তথা শিক্ষা দপ্তরের। ওই শিক্ষকের নয়।”
এর আগে দু’বার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে।
আদালত জানিয়েছিল চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করিয়ে নিয়োগ করাতে হবে। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করল এসএসসি।
পুজোর ছুটির আগেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি হবে বলে কমিশন সূত্রের খবর মিলেছে। বৃহস্পতিবার বা শুক্রবারই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি। পুজোর আগেই প্রথম দফার কাউন্সেলিং করবে স্কুল সার্ভিস কমিশন বলে জানানো হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, পার্শ্ব-শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত আছে। সেটা বাদ দিয়েই প্যানেল প্রকাশ করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় এক দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। মেধাতালিকা প্রকাশিত হলেও দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন আইনি জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া (প্রথম এসএলএলটি, ২০১৬ সাল, আপার প্রাইমারি)। যদিও চলতি বছরের ২৮ অগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করতে হবে। মেধাতালিকায় মোট ১৪,০৫২ জন প্রার্থীর নাম রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই মেধাতালিকা প্রকাশ করা হলো।