SSC: এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল হাইকোর্টে, আজ শুনানি কি হল? জেনেনিন

7787
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম নির্দেশ মানা হয়নি এই অভিযোগ তুলে এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আজ ৫ জুন পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে শুনানির সম্ভাবনা ছিল। যদিও এই মামলার শুনানি হয়নি বলেই জানা যাচ্ছে। সময়ের অভাবেই শুনানি হয়নি। এই মামলাটি হয় চৌষট্টি নম্বরে চল। সময় কম থাকায় আজকে হাইকোর্টে শুনানি হয়নি।

পড়ুন:  SSC: মাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৯৪৮১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হল, জেনেনিন বিস্তারিত

নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, ৪৪ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তার অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর, সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি তাঁর।

আদালতে মামলাকারীর আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১৬ সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং ২০১৬ সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে দাবি মামলাকারীর। আজ এই মামলার শুনানির কথা থাকলেও শুনানি হয়নি।