নিউজ ডেস্ক: এবার ব্রিজ কোর্সের বিজ্ঞপ্তি দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। এক বছরের মধ্যে ‘ব্রিজ কোর্স’ না করলে চাকরি যাবে শিক্ষকদের, বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের। ৫ জুন রাজ্যের শিক্ষা দফতরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ছ’মাসের ‘ব্রিজ কোর্স’ বাধ্যতামূলক।
তবে এই কোর্স সবাইকে করতে হবে না। রাজ্যের যে সব শিক্ষকের বিএড ডিগ্রি রয়েছে, অথচ ডিএড বা ডিএলএড নেই, কিন্তু স্কুলে শিক্ষকতা করছেন তাঁদের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এই সমস্ত শিক্ষকদের জন্য ছ’মাসের ‘ব্রিজ কোর্স’ বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষা স্তরে (প্রাইমারি স্কুলের যাঁরা শিক্ষক) যাঁদের নিয়োগ ২০১৮ সালের জুন মাস থেকে ২০২৩ সালের নভেম্বর মাসের মধ্যে হয়েছে তাঁদের জন্য এই বিজ্ঞপ্তি। রাজ্যে প্রায় ছয় থেকে সাত হাজার এমন শিক্ষক রয়েছেন যাঁরা বিএড উত্তীর্ণ হয়ে স্কুলে শিক্ষকতা করছেন। তাঁদের এক বছরের মধ্যে অনলাইনে এই কোর্স করতে হবে। এই কোর্স না করলেই চাকরি যাবে। যদিও পশ্চিমবঙ্গে এত দিন এই নির্দেশ জারি হয়নি। কিন্তু বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দফতরের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে।
চলতি বছরের এপ্রিলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের (এনসিটিই) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রাজ্যের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশের সমস্ত স্কুলের ইন-সার্ভিস বিএড ডিগ্রিপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের এই কোর্স করতেই হবে।