আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে, সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশে বাঁধা হয়ে দাঁড়ায়নি। এই অবস্থায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়েছে। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। এবার কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে যা বলা হয়েছে
মাননীয় ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, কলকাতার 28.08.2024 তারিখের 2021 সালের MAT 638 এবং অন্যান্য সম্পর্কিত বিষয়গুলির আদেশ মেনে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা ইতিমধ্যে প্রকাশিত প্যানেলের পরিপ্রেক্ষিতে কাউন্সেলিং এর সময়সূচী জারি করা হয়েছে। 1st SLST, 2016-এ রাজ্যে সহকারী শিক্ষক (উচ্চ প্রাথমিক) নিয়োগের জন্য সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর স্কুল (পার্বত্য অঞ্চল ব্যতীত) (প্যারা-শিক্ষকদের জন্য সংরক্ষিত 10% আসন ছাড়া) উচ্চ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হবে। 24.10.2024 তারিখে কমিশনের দ্বারা প্রকাশিত নির্দেশনা অনুসারে কমিশনের ওয়েবসাইট অর্থাৎ www.westbengalssc.com থেকে কাউন্সেলিং-এর জন্য ইনটিমেশন লেটারটি সংশ্লিষ্ট প্রার্থীরা ডাউনলোড করতে পারেন। প্রাসঙ্গিক শূন্যপদের বিশদ ইতিমধ্যে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। শূন্যপদে সংশোধন, যদি থাকে, যথাসময়ে আপলোড করা হবে।
১৪০০০-এরও বেশি শূন্যপদ থাকলেও প্রায় ১৩৯৫০ জনের নামের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়া যাওয়ায় শূন্যপদের থেকে মেধাতালিকায় থাকা প্রার্থীর সংখ্যা কম। নোটিশ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
এর আগে দু’বার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে।
