নিউজ ডেস্ক: এবার রাজ্যের সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে বড় খবর সামনে এল। পদন্নোতি চাইলে দিতে হবে সততার শংসাপত্র! এরাজ্যের সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম আনল নবান্ন। কিছুদিন আগেই হাজিরায় কড়াকড়ি করতে নবান্নে চালু হয়েছে বায়োমেট্রিক পদ্ধতি। আর এবার পদোন্নতির ক্ষেত্রেভজমা দিতে হবে সততার শংসাপত্র।
পদোন্নতির ক্ষেত্রে সততার শংসাপত্র নিয়ে বড় পদক্ষেপ
২০০০ এর একটি নির্দেশিকায় বলা হয়েছিল সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সততার সার্টিফিকেট লাগবে। ‘IAS এবং WBCS অফিসারদের ক্ষেত্রে সে নিয়ম মানা হলেও পরের অন্য স্তরের অফিসারদের ক্ষেত্রে এতদিন তা মানার ক্ষেত্রে ঢিলেমির অভিযোগ ছিল। এ বার কড়া ভাষায় নবান্ন জানিয়ে দিয়েছে, রাজ্যের সব স্তরের সরকারি আধিকারিকদের পদোন্নতির জন্য লাগবে সততার সার্টিফিকেট। পাশাপাশি এই সততার শংসাপত্রের মধ্যেই থাকবে সংশ্লিষ্ট কর্মীর শৃঙ্খলা পরায়ণের বিষয়টিও।
পদোন্নতির নিয়ে কী নির্দেশ দিয়েছে প্রশাসন?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ে অফিসে আসা, দায়িত্বের সঙ্গে নিজের ডিউটি পালন করা, সরকারি কাজের বিনিময়ে কোনও ধরনের সুবিধা ভোগ না করা ইত্যাদি। এ বিষয়গুলির নিরিখেই সংশ্লিষ্ট কর্মীকে Integrity Clearance Certificate/ Vigilance Clearance দিয়ে থাকেন ঊর্ধ্বতন কর্তারা। এখন থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে। আর এই সমস্ত ধাপে সফল হলেও পাওয়া যাবে সততার শংসাপত্র। সেই শংসাপত্র জমা দিলেই হবে পদোন্নতি।
নাম প্রকাশে অনিচ্ছুক নবান্নের এক শীর্ষ কর্তা এই নিয়ে জানিয়েছেন, “বিভিন্ন সময় দেখা যায় অনেক আধিকারিক দুর্নীতি করেও পার পেয়ে যাচ্ছেন। এমনকি তাঁদের প্রোমোশনও হয়ে যাচ্ছে। তাই প্রোমোশনের ক্ষেত্রে পুরোনো নিয়ম কঠোর ভাবে কার্যকর করতে বলা হয়েছে। অফিসারদের পদোন্নতির জন্য সততার সার্টিফিকেট নেওয়ার বিষয়টি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলসে উল্লেখ থাকলেও সেটা এতদিন বাধ্যতামূলক ছিল না। তবে এখন সেটি স্বীকৃতি পাওয়ায় অনেকটাই উপকৃত হতে চলেছে।”