Home Blog Page 92

Teacher Recruitment: DAV পাবলিক স্কুলে পশ্চিমবঙ্গ জোনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি | PGT, TGT, PRT, অশিক্ষক পদে আবেদন করুন

শিক্ষক নিয়োগ

DAV Public School Teacher Recruitment: চাকরি প্রার্থীদের জন্য খুব ভালো খবর। DAV Public School পশ্চিমবঙ্গ জোন পশ্চিমবঙ্গের ডিএভি পাবলিক স্কুলের অধীনে স্নাতকোত্তর শিক্ষক, প্রশিক্ষণ স্নাতক শিক্ষক, প্রাথমিক শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মতো বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এটি একটি ভাল সুযোগ।

15.10.2024 (মঙ্গলবার) সকাল 08:00 থেকে 05.11.2024 (মঙ্গলবার) 08:00 P.M. পর্যন্ত আবেদন পত্র জমা করা যাবে। 2025-2026 অধিবেশনের জন্য বিভিন্ন DAV প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন এবং যোগ্যতার বিশদ বিবরণের জন্য, প্রার্থীদের ওয়েবসাইট: www.davwbzone.org ভিজিট করতে হবে। যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রথম ধাপের জন্য ডাকা হবে। CBT (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা) বিভিন্ন DAV স্কুলে অনুষ্ঠিত হবে যার তারিখ এবং সময় পরে ইমেল/SMS/WhatsApp বার্তার মাধ্যমে জানানো হবে।

DAV PUBLIC SCHOOL TEACHER RECRUITMENT

যারা CBT তে যোগ্য তারা বিশেষজ্ঞ প্যানেল ইন্টারভিউ এবং ক্লাস ডেমোনস্ট্রেশন/ব্যবহারিক প্রদর্শন সমন্বিত নিয়োগের ২য় পর্বের জন্য যোগ্য হবেন। প্রার্থীদের শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে হবে। ডুপ্লিকেট আবেদন প্রার্থিতা বাতিল হতে হবে।

DAV INSTITUTIONS,

WEST BENGAL ZONE

(Managed by DAV College Managing Committee, Newton Chitragupta Road, New Delhi – 55)

Regional Officer

DAV Institutions, West Bengal Zone

Ph. No.: 0343-2563500 / 2564711

এক লাফে বাড়ল গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ১৪ লাখ থেকে থেকে বেড়ে ২০ লাখ টাকা

DA News মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: এবার এক লাফে বাড়ল গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা! তবে গ্র্যাচুইটির এরাজ্যের কর্মীদের জন্য বৃদ্ধি করা হল না। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়ল মহারাষ্ট্রে।

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধি করেছিল। এরপরেই বিভিন্ন রাজ্যে এই গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধির দাবি উঠছিল। সেই দাবি মেনে এবার মহারাষ্ট্রে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধি করা হল।

রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধি করেছে মহারাষ্ট্রের একনাথ শিন্ডের সরকার। সরকারের এই নয়া ঘোষণার ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৬ লক্ষ টাকা পর্যন্ত বেশি লাভ হবে। পাশাপাশি অবসরের পর পেনশনের জন্যে বয়স সংক্রান্ত নথি জমা দেওয়ার নিয়মে ও কড়াকড়ি কমছে বলে জানানো হয়েছে।

এর আগে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল ১৪ লক্ষ । সেই ১৪ লাখের সীমা বৃদ্ধি করা হল। ১৪ লাখ থেকে থেকে বেড়ে ২০ লাখ টাকা করা হয়েছে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা। ফলে অনেকটাই লাভবান হবেন সে সরকারি কর্মীরা।

মামলা করেছেন ৩০০ জন! প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল জমা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: এবার বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদকে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই নিয়োগ প্রক্রিয়ায় বকেয়া শূন্যপদ কত ছিল, নিয়োগে কী পদ্ধতি মানা হয়েছে, তা খতিয়ে দেখতে চায় আদালত।

গোটা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গেই ২০০৯ সালে মালদহে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিভিন্ন কারণে নিয়োগ পিছিয়ে যায়। ২০০৯ সালে ওই  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও পরবর্তীতে ২০১৪ সালে ওই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা গ্রহণের সাত বছর পরে অর্থাৎ ২০২১ সালে আদালতের নির্দেশের পর ফল প্রকাশ হয়। 

অভিযোগ সেই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বেনিয়ম হয়েছে। যাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রায় ৩০০ জন চাকরি প্রার্থী সেই সংক্রান্ত মামলায় সম্প্রতি ওই প্যানেল জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

এই নিয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, ওই নিয়োগ প্রক্রিয়ার বকেয়া শূন্যপদে কারা, কোন পদ্ধতিতে নিয়োগ পেলেন, তা পরিষ্কার নয়। এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, ২০০৯ সালের ওই প্যানেল মিলিয়ে দেখলেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এক মাসের মধ্যে প্যানেল জমা করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর।

‘যাতে মামলাটি অন্তত ওঠে…’ সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে যা জানা যাচ্ছে?

সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ

ডিএ মামলা: সুপ্রিম কোর্টে চলছে এরাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। তবে বারেবারে পিছিয়ে যাচ্ছে মামলাটি। এর আগে ১৩বার ডিএ (Dearness Allowance) মামলার শুনানি পিছিয়ে গেছে শীর্ষ আদালতে। এই মামলার পরবর্তী শুনানির সম্ভাব্য দিন রয়েছে আগামী বছর, ২০২৫ সালের ৭ জানুয়ারি। ফের পিছিয়ে যাবে না তো মামলাটি? মনে আশঙ্কাও রয়েছে রাজ্য সরকারি কর্মীদের।

এই নিয়ে ডিএ মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এর আগে গত ২০২৪ সালের ১৫ জুলাই ডিএ মামলায় ১৩তম শুনানি ছিল। এরপরে এই মামলার শুনানির যে সম্ভাব্য দিন সেটা হল ২০২৫ সালের ৭ জানুয়ারি। সাধারণত এই ‘সম্ভাব্য দিনেই’ মামলার শুনানি হয়।’

মলয়বাবু বলেন, ‘৬ মাস পরে এই মামলার শুনানির তারিখ পড়েছে। মায়ের কাছে আমার প্রার্থনা ৭ জানুয়ারি যাতে মামলাটি অন্তত ওঠে। তাতে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে আমরা মাথা পেতে নেবো।”

বারেবারে মামলাটি পিছিয়ে যাওয়া নিয়ে মলয়বাবু এর আগে বলেছিলেন, ‘কেন এবারে মামলাটি ছ’মাস পিছিয়ে দেওয়া হল সেটা সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইব। সাধারণত, সুপ্রিম কোর্টে মামলা শোনার পরে সেটি ২ থেকে ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। ডিএ মামলায় এমন কী আছে যে এতগুলো মাসের জন্য শুনানি পিছিয়ে দেওয়া হল?’

প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সেটা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য। সেই ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ পাচ্ছেন।

এসএসসি: সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে বড় খবর সামনে এল, জেনেনিন বিস্তারিত

SSC সুপ্রিম কোর্ট: বারেবারে পিছিয়ে যাচ্ছে এসএসসির চাকরি বাতিল মামলা। ফের শুনানির তারিখ দেওয়া হল। সুপ্রিম কোর্টে SSCর ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি হবে আগামীকাল অর্থাৎ ১৫ই অক্টোবর, মঙ্গলবার। মামলাটি ২৯ নম্বর সিরিয়ালে আছে। SSC নিয়োগ দুর্নীতিতে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানি হবে আগামীকাল।

প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি চলছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগে বেশ কয়েকবার এই মামলাটির শুনানি পিছিয়ে গেছে।

চলতি বছর ১৮ এপ্রিল এক নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালে SSCর নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেন। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চাকরিচ্যুতরা। আদালতের দ্বারস্থ হয় এসএসসি এবং রাজ্য সরকার। ৭ মে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। ফলে আপাতত বেঁচে যায় ২৬ হাজার চাকরি। 

এর আগে বেশ কয়েকবার মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে শুনানি হয়নি। শুনানি বারেবারে পছিয়ে যায়। এই মামলার দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।

বিএড করা প্রাথমিক শিক্ষকের A ক্যাটাগরির বেতন স্কেল দেওয়া সম্পর্কিত তথ্য চেয়ে ব্যাখ্যা দেওয়ার নিদের্শ

এর আগে আদালতের তরফে স্পষ্ট জানানো হয়, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে কেউ অযোগ্য প্রমাণিত হলে বেতনের টাকা ফেরত দেবেন বলে মুচলেকা দিতে হবে। এছাড়া মামলায় সব পক্ষকে তাদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে বলে আদালত। যোগ্য চাকরি প্রার্থীরা দাবি, ২০১৬ সালেরে নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ্য আর কারা অযোগ্য সেই তালিকা প্রকাশ করুক এসএসসি।



Police Recruitment: 1,360টি শূন্যপদে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ চলছে, আবেদন করুন এইভাবে

পুলিশ নিয়োগ

Police Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ওড়িশা পুলিশ সিপাহী/কনস্টেবল নিয়োগ 2024-এর জন্য আবেদন করার শেষ তারিখ বাড়িয়েছে। প্রার্থীরা 30 অক্টোবর পর্যন্ত 1,360টি শূন্যপদে আবেদন করতে পারবেন। আগে আবেদনের শেষ তারিখ ছিল 13 অক্টোবর।

পুলিশ নিয়োগ

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে, রাজ্য নির্বাচন বোর্ড (এসএসবি) ওড়িশা বলেছে যে পূজার ছুটির কারণে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

বোর্ড বলেছে যে রেজিস্ট্রেশন উইন্ডো বন্ধ হওয়ার পরে সম্পাদনা/সংশোধন উইন্ডো খুলবে এবং বিস্তারিত পরে শেয়ার করা হবে।

একজন প্রার্থী শুধুমাত্র একটি ব্যাটালিয়নের অধীনে আবেদন করতে পারেন এবং বিকল্পটি পরে পরিবর্তন করা যাবে না, এসএসবি ওডিশা জানিয়েছে।

ওড়িশা পুলিশ কনস্টেবল নিয়োগ 2024 এর জন্য যোগ্যতার মানদণ্ড

1 জানুয়ারী, 2024 তারিখে প্রার্থীদের বয়স কমপক্ষে 18 বছর থেকে 23 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা শিথিলযোগ্য।

কনস্টেবল/সিপাই পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের ক্লাস 10 (ম্যাট্রিকুলেশন) যোগ্যতা বা তার সমতুল্য হতে হবে। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ওডিয়া একটি বিষয় হতে হবে।

প্রার্থীদের জৈব ত্রুটি এবং শারীরিক বিকৃতি থেকে মুক্ত, ভাল চরিত্র এবং সুস্বাস্থ্যের ভারতীয় নাগরিক হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের বাছাই করা হবে চারটি ধাপে: একটি কম্পিউটার-ভিত্তিক নিয়োগ পরীক্ষা (CBRE), একটি শারীরিক মান এবং শারীরিক দক্ষতার পরিমাপ, একটি ড্রাইভিং পরীক্ষা এবং একটি মেডিকেল পরীক্ষা৷

100 নম্বরের নিয়োগ পরীক্ষায় 100টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়কাল হবে দুই ঘণ্টা।

প্রশ্নগুলো হবে অবজেক্টিভ-টাইপ এবং ভুল উত্তরের জন্য নেতিবাচক মার্কিং (০.২৫ নম্বর) সহ একাধিক পছন্দ থাকবে। চেষ্টা না করা প্রশ্নের জন্য কোন মার্ক কাটা হবে না। আরও বিস্তারিত জানার জন্য, প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।

UGC NET Result: 9 লাখেরও বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছেন, ইউজিসি নেট পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

UGC NET RESULT

UGC NET Result 2024: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) শীঘ্রই জুন সেশনের জন্য বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন – জাতীয় যোগ্যতা পরীক্ষা (UGC NET) 2024-এর ফলাফল ঘোষণা করবে। ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট, ugcnet.nta.ac.in-এ পাওয়া যাবে। এই ফলাফল চূড়ান্ত উত্তর কী আগেই প্রকাশ করা হয়েছে। এর আগে, অস্থায়ী উত্তর কী 9 এবং 11 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল, শিক্ষার্থীদের 14 সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি তোলার সুযোগ দেওয়া হয়েছিল।

UGC NET RESULT

UGC NET জুন 2024 ফলাফল মোট 83 টি বিষয় কভার করবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF), ভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজে সহকারী অধ্যাপকের পদ বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির লক্ষ্যে থাকা প্রার্থীদের জন্য NET স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 লাখেরও বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছেন এবং অনেক শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় ফল প্রকাশ বিলম্বের জন্য উদ্বেগ প্রকাশ করেছে।

UGC NET ফলাফল 2024

ফলাফল বের হওয়ার পরে, প্রার্থীরা ফলাফল দেখতে নীচে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন –
ugcnet.nta.ac.in-এ অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

হোম পেজে, UGC NET জুনের পুনরায় পরীক্ষার স্কোরকার্ড ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন।

আপনার লগইন বিবরণ লিখুন।

জমা দিন এবং স্কোরকার্ড ডাউনলোড করুন।

UGC NET ফলাফল জুন 2024 সংক্ষেপে: সংরক্ষণ নীতি

UGC NET 2024 পরীক্ষা বিভিন্ন বিভাগ জুড়ে নির্দিষ্ট সংরক্ষণের মানদণ্ড অনুসরণ করে। রিজার্ভেশন ব্রেকডাউন নিম্নরূপ –




তফসিলি জাতি (SC): 15%
তফসিলি উপজাতি (ST): 7.5%
অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি) নন-ক্রিমি লেয়ার (এনসিএল): 27%
অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ (সাধারণ-EWS): 10%
40% বা তার বেশি অক্ষমতা সহ প্রতিবন্ধী ব্যক্তি (PwD): 5%




SBI SCO Recruitment: 1497টি শূন্যপদের জন্য আজই আবেদনের শেষ তারিখ, এক্ষুনি আবেদন করে ফেলুন

চাকরির খবর ব্যাঙ্কে নিয়োগ

SBI SCO Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI). যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে ডেপুটি ম্যানেজার (সিস্টেম) এবং সহকারী ব্যবস্থাপক (সিস্টেম) এর জন্য আবেদন করতে পারেন।

স্টেট ব্যাঙ্ক (SBI) স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO) নিয়োগ 2024-এর জন্য আবেদনের উইন্ডোটি আজ, 14 অক্টোবর বন্ধ হবে। যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের ক্যারিয়ার পোর্টালে sbi.co.in/web/careers/ ডেপুটি ম্যানেজার (সিস্টেম) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম) শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন।

SBI এই SCO নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে 1,497টি শূন্যপদ পূরণ করবে।  আগে আবেদনের সময়সীমা ছিল ৪ অক্টোবর, যা পরে বাড়ানো হয়।

এসবিআই এসসিও নিয়োগ 2024: শূন্যপদের বিবরণ

ডেপুটি ম্যানেজার (সিস্টেম) – প্রকল্প ব্যবস্থাপনা ও বিতরণ MMGS-II: 187টি শূন্যপদ

ডেপুটি ম্যানেজার (সিস্টেম) – ইনফ্রা সাপোর্ট এবং ক্লাউড অপারেশনস: 412

ডেপুটি ম্যানেজার (সিস্টেম) -নেটওয়ার্কিং অপারেশনস: 80

ডেপুটি ম্যানেজার (সিস্টেম) – আইটি আর্কিটেক্ট: ২৭

ডেপুটি ম্যানেজার (সিস্টেম) – তথ্য নিরাপত্তা: 7

সহকারী ব্যবস্থাপক (সিস্টেম): 784

সহকারী ব্যবস্থাপক (সিস্টেম) ব্যাকলগ শূন্যপদ: 14

এসবিআই এসসিও নিয়োগ 2024: আবেদন করার পদক্ষেপ

ব্যাঙ্কের ক্যারিয়ার পোর্টালে যান, sbi.co.in/web/careers।

SBI-এ যোগ দিন এবং তারপর বর্তমান খোলার বিকল্পে ক্লিক করুন।

বিজ্ঞাপনে ক্লিক করুন এবং তারপর আবেদন অনলাইন লিঙ্কে ক্লিক করুন।

অনুরোধকৃত তথ্য প্রদান করে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

এখন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন এবং আবেদন ফর্মটি পূরণ করুন।

নথি আপলোড করুন এবং আবেদন ফি প্রদান করুন।

আপনার ফর্ম জমা দিন এবং নিশ্চিতকরণ পেজটি ডাউনলোড করুন।

আবেদন ফি

সাধারণ, EWS এবং OBC প্রার্থীদের জন্য SBI SCO আবেদন ফি হল ₹750।  SC/ST/PwBD প্রার্থীদের জন্য কোন আবেদন ফি নেই।

SBI SCO Recruitment 2024: Apply here

DA NEWS: দীপাবলির আগে সরকারি কর্মচারীদের বড় উপহার, ডিএ এবং ডিআর 4% বৃদ্ধির ঘোষণা এই রাজ্যের

ইন্টার্নশিপ ভাতা মাসিক টাকা

DA NEWS: দেশের কেন্দ্রীয় কর্মীরা অধীর আগ্রহে সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। একই সময়ে, হিমাচল প্রদেশ সরকার দীপাবলির আগে তাদের 1.80 লক্ষ কর্মচারীদের একটি বড় উপহার দিয়েছে। দশেরার প্রাক্কালে সরকার ৪ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যার ফলে রাজ্যের কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। এছাড়াও দীপাবলির উৎসবকে সামনে রেখে কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও পেনশন সময়ের আগেই ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সময়ের আগেই বেতন ও পেনশন দেওয়া হবে

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শুক্রবার 1.80 লক্ষ সরকারি কর্মচারী এবং 1.70 লক্ষ পেনশনভোগীদের জন্য 1 জানুয়ারী, 2023 থেকে 4% বকেয়া মহার্ঘ ভাতা (DA) দেওয়ার ঘোষণা করেছেন। অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার ফলে প্রতি বছর রাষ্ট্রীয় কোষাগারে অতিরিক্ত 600 কোটি টাকার বোঝা পড়বে। কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও পেনশন যথাক্রমে ১ ও ৯ নভেম্বরের পরিবর্তে ২৮ অক্টোবর প্রকাশ করা হবে।

মেডিকেল বিল অনুমোদিত

সাংবাদিকদের সাথে কথা বলার সময়, মুখ্যমন্ত্রী বলেন, কর্মচারী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সমস্ত বকেয়া চিকিৎসা বিল ক্লিয়ার করা হয়েছে, যার জন্য ইতিমধ্যে 10 কোটি টাকার বিধান করা হয়েছে। এই মাসের সমস্ত বকেয়া মেডিকেল বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা জারি করে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই উদ্দেশ্যে, তাদের চাহিদা অনুযায়ী বিভাগগুলিকে পর্যাপ্ত বাজেট দেওয়া হবে।

75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য বকেয়া পরিশোধ করা হবে




এছাড়াও মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের বকেয়া বকেয়া পুরো অর্থ প্রদানের ঘোষণা করেছেন। এর জন্য, এই আর্থিক বছরে বেতন এবং পেনশন বকেয়াতে মোট 202 কোটি টাকা ব্যয় করা হবে চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের জন্য 20,000 টাকার অতিরিক্ত কিস্তি প্রকাশের বিষয়েও একটি ঘোষণা করা হয়েছিল। তিনি একটি বিবৃতিতে বলেছিলেন যে হিমাচল প্রদেশ 2027 সালের মধ্যে স্বনির্ভর হয়ে উঠবে এবং জাতীয় ও রাজ্য বিজেপি নেতাদের দ্বারা মিডিয়াতে যেভাবে রিপোর্ট করা হচ্ছে তেমন কোনও আর্থিক ঘাটতি নেই।




SSC: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে শূন্য পদের নতুন তালিকা জারি করা নিয়ে যা জানল স্কুল সার্ভিস কমিশন

এসএসসি SSC শিক্ষক

SSC শিক্ষক নিয়োগ: ফের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের একটি নতুন তালিকা প্রকাশ করবে (শ্রেণি ষষ্ঠ থেকে অষ্টম)। আসলে এর কিছুদিন আগে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে এমন কিছু শূন্যপদ অন্তর্ভুক্ত রয়েছে যা বিদ্যমান নেই। ভবিষ্যতে জটিলতা এড়াতেই এটা করবে এসএসসি।

ইতিমধ্যেই দুই দফায় কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। 3 এবং 4 অক্টোবর প্রথম রাউন্ডের কাউন্সেলিং চলাকালীন অসঙ্গতিগুলি সনাক্ত করা হয়েছিল। কাউন্সেলিং চলাকালীন নির্বাচিত প্রার্থীদের মধ্যে কয়েকজন দেখতে পান যে তাদের যে শূন্যপদের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেগুলির অস্তিত্ব নেই।

কমিশনের চেয়ারপার্সন সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে তারা আগামী সপ্তাহে প্রকাশিত তালিকা স্কুল শিক্ষা বিভাগে পাঠাবেন যাতে নতুন তালিকা প্রকাশ করা যায়।

একজন এসএসসি আধিকারিক বলেছেন যে তারা 24 অক্টোবরের আগে সংশোধিত তালিকা প্রকাশ করার চেষ্টা করছেন, যেদিন পূজার ছুটির পরে কাউন্সেলিং আবার শুরু হবে।

গত ১ অক্টোবর প্রকাশিত তালিকায় সাড়ে আট হাজার শূন্যপদ ও বিদ্যালয়ের নাম ছিল। যাদের অস্তিত্বহীন পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে তাদের অন্য স্কুলে চাকরি দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার দ্য টেলিগ্রাফকে বলেছেন, “আমরা যে তালিকা প্রকাশ করেছি সে সম্পর্কে কিছু অভিযোগ পেয়েছি। আমরা শীঘ্রই তালিকাটি (স্কুল শিক্ষা) বিভাগে পাঠাব যাতে প্রয়োজনীয় সংশোধন করা যায় এবং একটি নতুন, ত্রুটিহীন তালিকা প্রকাশ করা যায়। কমিশন যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করা তালিকা প্রকাশ করার চেষ্টা করছে।”

এসএসসি গত ৩ অক্টোবর সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে উচ্চ প্রাথমিক স্তরের (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পুনরায় শুরু করেছিল, আট বছর পর প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

এসএসসির এক আধিকারিক জানিয়েছেন, আলিপুরদুয়ার জেলার কালচিনির একটি হিন্দি-মাধ্যম স্কুলে 4 অক্টোবর ইতিহাসের শিক্ষক নিয়োগের পরে অভিযোগগুলি উঠে এসেছে।

চাকরি প্রার্থী কালচিনির স্কুলের প্রধানের সাথে যোগাযোগ করলে প্রধান শিক্ষক তাকে জানান যে ইতিহাসে কোন পদ শূন্য নেই। প্রার্থীরা অসঙ্গতির বিষয়টি কমিশনকে জানান।

এক আধিকারিক বলেছেন, “এই ঘটনার পর, আরও বেশ কয়েকজন প্রার্থী একই ধরনের অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের দ্বারা তাদের জানানো হয়েছিল যে যে পদগুলির জন্য তাদের নির্বাচিত করা হয়েছিল সেগুলি বিদ্যমান ছিল না।”

ক্লাস ৬ পাস যোগ্যতাতেই সরকারি চাকরি সুযোগ, হাইকোর্টে ৩৩০৬টি শূন্যপদে নিয়োগ চলছে, জানুন নিয়োগ পদ্ধতি

কমিশন 27 ​​সেপ্টেম্বর 2015 সালে রাজ্য স্তরের নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের কাউন্সেলিংয়ের প্রাথমিক সময়সূচী প্রকাশ করেছিল।প্রাথমিক রাউন্ডের কাউন্সেলিং চলাকালীন প্রায় 1,000 শূন্য পদের জন্য 658 জন প্রার্থীকে ডাকা হয়েছে, যা 3 অক্টোবর থেকে শুরু হয়েছিল এবং 29 অক্টোবর পর্যন্ত চলবে।