NCERT Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিডিয়া প্রোডাকশন বিভাগে অ্যাঙ্কর, গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট/শিল্পী, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট (ভিডিও এবং অডিও), ভিডিও এডিটর, সাউন্ড রেকর্ডিস্ট এবং ক্যামেরাপারসনের পদের শূন্যপদ পূরণ করাই এই নিয়োগের লক্ষ্য। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট, ncert.nic.in-এ গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারেন।
নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন 2,500 টাকা দৈনিক মজুরি দেওয়া হবে, প্রতি মাসে সর্বাধিক 24 কার্যদিবস, যার ফলে 60,000 টাকা পর্যন্ত বেতন হবে। তবে, নির্বাচিত প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
NCERT নিয়োগ 2025: সাক্ষাৎকারের তারিখ
ওয়াক-ইন-ইন্টারভিউয়ে উপস্থিত হতে আগ্রহী প্রার্থীরা সকাল 9 টায় CIET, NCERT, নিউ দিল্লিতে পৌঁছাতে পারেন। তারা যে স্থান বেছে নেবেন সে অনুযায়ী কেন্দ্র পরিদর্শন করতে পারবেন। সাক্ষাৎকারের তারিখ নিচে দেওয়া হল:
অ্যাঙ্কর: মার্চ 17, 2025
প্রযোজনা সহকারী (ভিডিও ও অডিও): 18 মার্চ, 2025
ভিডিও সম্পাদক: মার্চ 19, 2025
সাউন্ড রেকর্ডিস্ট: 20 মার্চ, 2025
ক্যামেরা পার্সন: মার্চ 21, 2025
গ্রাফিক সহকারী/শিল্পী: 22 মার্চ, 2025
অফিসিয়াল নোটিফিকেশনে এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই ইন্টারভিউতে যে সমস্ত প্রার্থীরা আসবেন তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, লিখিত বা প্রকাশিত কাজের নমুনা দেখাতে হবে। এর মধ্যে রয়েছে শিল্পকর্ম, মাল্টিমিডিয়া, গ্রাফিক্স, ডিজিটাল বুক, অ্যানিমেশন, এডিটিং, জার্নাল, অনুবাদমূলক কাজকর্ম, পোর্টাল লিঙ্ক, মোবাইল অ্যাপ স্টোর ইত্যাদি।
NCERT নিয়োগ 2025: বয়স সীমা
প্রার্থীদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে।
তবে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন ভ্রমণ ভাতা (TA) বা মহার্ঘ ভাতা (DA) প্রদান করা হবে না।