HomeInternationalএটা কি উত্তরপত্র নাকি বিয়ের কার্ড? পরীক্ষার খাতায় এমন হাতের লেখা...

এটা কি উত্তরপত্র নাকি বিয়ের কার্ড? পরীক্ষার খাতায় এমন হাতের লেখা ছাত্রের, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন

অনেক সময়, পরীক্ষায় সুন্দর হাতের লেখা শিক্ষার্থীরা শুধু হাতের লেখায় কিছু অতিরিক্ত নম্বর পায়। একই সময়ে, আপনি পড়াশোনায় গড়পড়তা ছাত্র হলেও এবং আপনার হাতের লেখা সুন্দর হলেও আপনি স্কুলে এর সুবিধা পাবেন।

নিউজ ডেস্ক: স্কুলের সেরা ছাত্র কাকে বিবেচনা করা হয়? কেউ যদি পড়াশোনায় খুব ভালো হয় এবং তার হাতের লেখাও সুন্দর হয়, তাহলে তার সম্পর্কে আমরা কী বলতে পারি। এই ধরনের শিশুরা স্কুলের প্রতিটি শিক্ষকের প্রিয় ছাত্র। অনেক সময়, পরীক্ষায় সুন্দর হাতের লেখা শিক্ষার্থীরা শুধু হাতের লেখায় কিছু অতিরিক্ত নম্বর পায়। একই সময়ে, আপনি পড়াশোনায় গড়পড়তা ছাত্র হলেও এবং আপনার হাতের লেখা সুন্দর হলেও আপনি স্কুলে এর সুবিধা পাবেন। শিক্ষকরাও এ ধরনের শিশুদের প্রতি বিশেষ নজর দেন। স্কুলে সুন্দর হাতের লেখা সবসময় শিক্ষকদের মুগ্ধ করে।

সুন্দর হাতের লেখা

উত্তরপত্রে অসাধারন হাতের লেখা

এত সুন্দর হাতের লেখা এক ছাত্রের উত্তরপত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এটা দেখার পর মানুষ হুঁশ হারিয়ে ফেলে। এতদিন মানুষ শুধু কম্পিউটারের ফন্টে ও বিয়ের কার্ডেই এমন লেখা দেখেছে। পাকিস্তানি এক শিশুর উত্তরপত্রে একই রকম হাতের লেখা দেখে তিনি অবাক হয়ে যান। একজন শিক্ষার্থীও এ ধরনের হাতের লেখা দিয়ে ক্যালিগ্রাফিতে ভালো ক্যারিয়ার গড়তে পারে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ছাত্র পরীক্ষার হলে বসে আছে এবং সে খুব সুন্দর হাতের লেখায় তার উত্তরপত্রে প্রশ্নের উত্তর লিখেছেন। পরীক্ষক যখন ছাত্রটির কাছে যায় এবং তার চোখ পড়ে শিশুটির খাতার ওপর, তখন তার হাতের লেখা দেখে তার চোখ শুধু শিশুটির খাতার ওপরই স্থির থাকে। শিক্ষক শিশুর প্রতিভা দেখে নিশ্চিত হন।

 

View this post on Instagram

 

A post shared by Zoi (@zoigram_)

ভাইরাল হয়েছে শিশুটির উত্তরপত্র

ভাইরাল হওয়া এই ভিডিওটি পাকিস্তানের বলে জানা গেছে। যেখানে দেখা যায় শিশুর উত্তরপত্র যে কাউকে মুগ্ধ করতে পারে। ছাত্রটি তার কপিটি এমনভাবে সাজিয়েছে যে এটি উত্তরপত্রের চেয়ে বিয়ের কার্ডের মতো দেখায়। যে এই কপিটি দেখবে সে শুধু তাকিয়েই থাকবে। এই ছাত্রটির উত্তরপত্রের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে জোইগ্রাম নামে একটি অ্যাকাউন্টে। এই খবর লেখা পর্যন্ত কোটি কোটি মানুষ দেখেছেন এবং লাইক করেছেন ১১ লাখেরও বেশি মানুষ। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!