Homeপশ্চিমবঙ্গBig News: ফের নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট, সমস্যায় পড়ল কমিশন, বড়...

Big News: ফের নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট, সমস্যায় পড়ল কমিশন, বড় ধাক্কা রাজ্য সরকারের

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সেনের বেঞ্চ আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত গ্রুপ ডি নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছে আদালত।

নিউজ ডেস্ক: আদালতে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। ফের মামলার গেরোয় আটকে গেল মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ। কলকাতা হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত মাদ্রাসায় গ্রুপ-ডি নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সেনের বেঞ্চ আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত গ্রুপ ডি নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছে আদালত। নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ তুলে গত ২৫ সেপ্টেম্বর গ্রুপ ডি নিয়োগ নিয়ে মামলা দায়ের হয়। এরপর একই ইস্যু নিয়ে আরও ৫৭ জন ১ অক্টোবর মামলা করেন। ১৪ অক্টোবর আরও ১৪ জন মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। গ্রুপ ডি নিয়োগ নিয়ে সোমবার পর্যন্ত মোটা ১১৬ জন মামলা করেন কলকাতা হাইকোর্টে।

এই নিয়ে মামলাকারীদের আইনজীবী গোলাম মহিউদ্দিন এ দিন বলেন, কলকাতা হাইকোর্ট গ্রুপ-ডি নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে ১৩ ডিসেম্বরের পরে।

মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি-র ফল প্রকাশের পর তালিকায় থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ের দিনক্ষণ নির্ধারণ হয়। আগামী ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। এরই মধ্যে নিয়োগে স্থগিতাদেশ পড়ে গেল, ফলে অনিশ্চিত হয়ে গেল কয়েকশো চাকরি প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!