মামলা করেছেন ৩০০ জন! প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল জমা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বেনিয়ম হয়েছে। যাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রায় ৩০০ জন চাকরি প্রার্থী সেই সংক্রান্ত মামলায় সম্প্রতি ওই প্যানেল জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

1751
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: এবার বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদকে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই নিয়োগ প্রক্রিয়ায় বকেয়া শূন্যপদ কত ছিল, নিয়োগে কী পদ্ধতি মানা হয়েছে, তা খতিয়ে দেখতে চায় আদালত।

গোটা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গেই ২০০৯ সালে মালদহে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিভিন্ন কারণে নিয়োগ পিছিয়ে যায়। ২০০৯ সালে ওই  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও পরবর্তীতে ২০১৪ সালে ওই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা গ্রহণের সাত বছর পরে অর্থাৎ ২০২১ সালে আদালতের নির্দেশের পর ফল প্রকাশ হয়। 

অভিযোগ সেই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বেনিয়ম হয়েছে। যাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রায় ৩০০ জন চাকরি প্রার্থী সেই সংক্রান্ত মামলায় সম্প্রতি ওই প্যানেল জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

পড়ুন:  বিজ্ঞপ্তি জারি করুন ২৮ মার্চের মধ্যে! শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যকে এই নির্দেশ সুপ্রিম কোর্টের

এই নিয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, ওই নিয়োগ প্রক্রিয়ার বকেয়া শূন্যপদে কারা, কোন পদ্ধতিতে নিয়োগ পেলেন, তা পরিষ্কার নয়। এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, ২০০৯ সালের ওই প্যানেল মিলিয়ে দেখলেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এক মাসের মধ্যে প্যানেল জমা করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর।

পড়ুন:  তবে কি দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগ দেবেন?বিজেপি নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত জানুন