Home Blog Page 119

SSC শিক্ষক নিয়োগ: পুজোর আগেই আপার প্রাইমারি নিয়োগ শুরু, যা জানালেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ




SSC শিক্ষক নিয়োগ: পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে উচ্চ প্রাথমিকে। আদালতের নির্দেশ মেনে আগামী সপ্তাহেই উচ্চ প্রাথমিকের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেক্ষেত্রে পুজোর আগেই শুরু হবে কাউন্সেলিং। যাঁদের কাউন্সেলিং হবে, তাঁদের সুপারিশপত্রও দেওয়া হবে বলে বুধবার জানালেন স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

দীর্ঘ শুনানির পর গত ২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছে, উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় ১২,৫৮৯ জনের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যাওয়া ১৪৬৩ জনকেও সুযোগ দিতে হবে। আগামী ৪ মাসের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার ৪ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “গত ২৮ অগস্ট হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে। তার পরের এক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমরা আশা করছি, হাই কোর্ট যে সময় বেঁধে দিয়েছে, সেই এক মাসের আগেই প্যানেল প্রকাশ করে দিতে পারব। সেই সঙ্গে সুপরিশপত্র দেওয়ার কাজও শুরু করতে পারব।”

সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে, কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে প্যানেল তৈরি
করা হচ্ছে। সুপারিশপত্র দেওয়ার সময়েই স্কুল বাছাইয়ের কাজও হয়ে যাবে বলে জানান তিনি।




গত বছর নভেম্বরে যে কাউন্সেলিং হয়েছিল, সেই কাউন্সেলিং বাতিল হবে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে। এসএসসি জানিয়েছে, সুপারিশপত্র দেওয়ার পরে স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ
হবে। এসএসসি-র কর্তারা জানিয়েছেন যে, এক দিনে কমবেশি ৩০০ জনের কাউন্সেলিং হলেও মেধা তালিকায় থাকা প্রায় ১৪ হাজারের কাউন্সেলিং শেষ হতে অনেকটা সময় লাগবে। তাই পুজোর আগেই কাউন্সেলিং শুরু করে দিতে চাইছে এসএসসি।




Assistant Professor: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন

Assistant Professor Recruitment

সহকারী অধ্যাপক নিয়োগ

Assistant Professor Recruitment: এবার শিক্ষকতার সুযোগ এল রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। বিশ্বভারতীর ভাষা ভবনের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। একাধিক শূন্যপদে নিয়োগ (assistant professor) দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ

‘সেন্টার ফর মর্ডান ইউরোপিয়ন ল্যাঙ্গুয়েজেস, লিটরেচার অ্যান্ড কালচার স্টাডিজ়’, বিশ্বভারতীর ভাষা ভবনের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। রুশ, ইতালিয়ান, জার্মান, ফরাসি ভাষায় রয়েছে শিক্ষকতার সুযোগ। প্রতিটি বিভাগে এক জন করে নিয়োগ করা হবে।




বেতন

মাসিক বেতন নয়, লেকচার পিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। এ ভাবে সর্বোচ্চ মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

বিভাগে ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। যদি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকে, তা হলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরির প্রার্থীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৩০ অগস্ট। ওই দিন থেকে আগামী তিন সপ্তাহের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।




SSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, জেনেনিন আপডেট

এসএসসি ২৬ হাজার চাকরি53

নিউজ ডেস্ক: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি ফের পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি আগামী ৫ সেপ্টেম্বর ওঠার কথা ছিল। তবে ওই দিন শুনানি হচ্ছে না। পিছিয়ে গেল মামলাটি। আসলে প্রধান বিচারপতি কাল এজলাসে উপস্থিত থাকবেন না। ফলে ওই বেঞ্চ বসবে না। আগামীকাল ১নং কোর্টের কোনো শুনানি হবেনা বলে নোটিশ দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য।

সুপ্রিম কোর্টে SSC 2016 নিয়োগ মামলার শুনানির সম্ভাব্য তারিখ ছিল 05/09/2024। যদিও শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে SSC মামলার তারিখ আবার পিছিয়ে গেল। নোটিশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রধান বিচারপতির আগামীকাল বসবেন না বলে ওই বেঞ্চে কোনো শুনানি হবে না।


আগেই স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি। এই তালিকা অনুযায়ী, চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১। এই ১৪৬১ চাকরির কোনওটাই সুপারিশ করেনি SSC। ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি। এর পাশাপাশি OMR কারচুপি / বিকৃতি করার তথ্যও আছে।

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে, নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানিয়েছিল, সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতেই একই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা, সেদিকে নজর রাখতে হবে।


প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার এসএসসিতে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ৩ অগাস্ট মধ্য শিক্ষা পর্ষদ ৬ পাতার রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে, মোট ২৫,৮৪৪ জনকে চাকরি দেওয়া হয়েছিল। যার মধ্যে নবম-দশমে ১৩০৫৬। একাদশ-দ্বাদশে সহকারি শিক্ষক পদে চাকরি ৫৭৫৭ দেওয়া হয়েছিল। এছাড়াও গ্রুপ-ডি পদে ৪৫৪৭ ও গ্রুপ-সি পদে ২৪৮৪ জনকে চাকরি দেওয়া হয়েছিল।


সমস্যায় পড়বে পড়ুয়ারা! নিয়মের সংশোধনের জন্য উচ্চ মাধ্যমিক কাউন্সিলের কাছে দাবিপত্র পেশ শিক্ষক সংগঠনের

উচ্চ মাধ্যমিক পরীক্ষা

উচ্চ মাধ্যমিক পরীক্ষা

নিউজ ডেস্ক: পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে! তবে বিশেষ কিছু বিষয়ের জন্য নিষেধাজ্ঞা সংশোধনের জন্য উচ্চ মাধ্যমিক কাউন্সিলের কাছে দাবিপত্র পেশ করল শিক্ষক সংগঠন।

শিক্ষক সংগঠন, “অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” (APGTWA) এর পক্ষ থেকে “সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত নোটিফিকেশন, মেমো নং -L/PR/338/2024 Dated 29.08.2024 by President, WBCHSE অনুযায়ী নতুন সিলেবাস ও সেমিস্টার সিস্টেম চালুর ফলে বিভিন্ন বিষয়ে ক্যালকুলেটরের ব্যবহার বিষয়ক নোটিফিকেশটি সংশোধন করার আবেদন করতে দাবিপত্র পাঠানো হয়েছে।

ভূগোল, বায়োলজি, কেমেস্ট্রি, ম্যাথ, একাউন্টেন্সি সহ বিভিন্ন বিষয়গুলির পরীক্ষাগুলিতে ছাত্র ছাত্রীদের প্রয়োজন অনুসারে Calculator এর ব্যবহার বিশেষ প্রয়োজন। কিন্তু, সাম্প্রতিক নোটিফিকেশন অনুযায়ী – Prohibited the use of any type of calculators in the examinations under Semester system নির্দেশিকাটির ফলে কয়েকটি বিষয়ে কিছু টপিকের ক্ষেত্রে যেকোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার না করতে দিলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়বে।

বিশেষভাবে উল্লেখ্য, ARTS, SCIENCE ও COMMERCE বিভাগের ছাত্র ছাত্রীরা ভূগোল, বায়োলজি, কেমেস্ট্রি, ফিজিক্স, একাউন্টেন্সি, কস্টিং এন্ড ট্যাক্সেশন, ম্যাথ, স্ট্যাটেটিক্স, কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার এপ্লিকেশন সহ বিভিন্ন বিষয়ে কয়েকটি টপিকে Calculator বাদে উত্তর করতে সমস্যায় পড়বে।

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা ১৩ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ায়, বেশিরভাগ স্কুলের সাবজেক্ট টিচাররা Question তৈরির কাজ সম্পন্ন করে ফেলায় ক্যালকুলেটর ব্যবহার বিষয়ক ক্যালকুটের বিষয়ে চিঠি দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই অবৈজ্ঞানিক সিদ্ধান্তটি পরিবর্তনের জন্য সংগঠনের বহু বিষয়ের শিক্ষক শিক্ষিকারা সমস্যার কথা জানিয়েছেন। তবে, অনেক শিক্ষকই CBSC ও ICSC বোর্ডের অনুকরণে ক্যালকুলেটর ব্যবহার না করার নোটিশকে সাধুবাদ জানিয়েছে।

ছুটি ঘোষণা: ফের ছুটি ঘোষণা রাজ্য সরকারের; সব সরকারি অফিস, স্কুল, কলেজ থাকবে বন্ধ

ভাতা বৃদ্ধি Lakshmir Bhandar লক্ষীর ভান্ডার

করম পুজো, ছুটি ঘোষণা: ফের সরকারি ছুটির ঘোষণা রাজ্য সরকারের। আগামী ১৪ সেপ্টেম্বর করম পুজোর দিন ছুটি ঘোষণা করল সরকার। ১৪ই সেপ্টেম্বর Karam Puja এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত রাজ্য সরকারী অফিস ছুটি থাকবে। বুধবার নবান্নের তরফে এই মর্মে বিজ্ঞুপ্তি জারি করা হয়েছে। 




নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওইদিন রাজ্যর সব সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা ও পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে। গত বছর সাংবাদিক বৈঠক থেকে করম পুজো ও সবেবরাতে ছুটি ঘোষণার কথা জানিয়েছিলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এতদিন সবেবরাত এবং করম পুজোতে সেকশনাল ছুটি ছিল। অর্থাৎ একটি নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মীরা সেদিন ছুটি পেতেন। এখন থেকে সব সরকারি দফতরের কর্মীরাই করম পুজোর দিন ছুটি পাবেন বলে জানা গিয়েছে। নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেছিলেন, ‘সবেবরাত ও করম পুজোয় ছুটি সরকারের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি মেনে নেওয়া হল।’




করম পুজো ছুটি ঘোষণা

গ্রামবাংলায় বিভিন্ন অংশে উদযাপিত হয় করম পুজো। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহলের জেলাগুলিতে এই পুজো পালনের জন্য মানুষের উৎসাহ থাকে চোখে পড়ার মতো।




শিক্ষক নিয়োগ: 2629 টি শূন্যপদে শিক্ষক নিবন্ধনের তারিখ পিছিয়েছে; 10 সেপ্টেম্বর থেকে আবেদন করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: শিক্ষক পদে আবেদনের সময় পিছিয়ে গেল। ওডিশা সাব-অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশন (ওএসএসএসসি) ফের এসটি, এসসি উন্নয়ন, এম এবং বিসিডব্লিউ বিভাগের অধীনে সরকারি স্কুলে বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগের আবেদনের শুরুর তারিখ পিছিয়ে দিয়েছে। যোগ্য প্রার্থীরা এখন 10 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর, 2024 এর মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট www.osssc.gov.in-এ পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আগে, নিবন্ধনগুলি 1 সেপ্টেম্বর, 2024-এ শুরু হওয়ার কথা ছিল।

এই নিয়োগ ড্রাইভের লক্ষ্য মোট 2629টি শূন্যপদ পূরণ করা। আবেদনকারীরা বিস্তারিত বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন স্কেল এবং অন্যান্য বিবরণ পরীক্ষা করতে সক্ষম হবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে নিচে ক্লিক করুন।

OSSSC শিক্ষক পদ 2024-এর জন্য আবেদনের ধাপ

অফিসিয়াল ওয়েবসাইট www.osssc.gov.in দেখুন

হোমপেজে, ‘অনলাইনে আবেদন করুন’-এ ক্লিক করুন
একবার লাইভ হলে, OSSSC TGT নিয়োগ 2024-এর জন্য আবেদন করতে বিজ্ঞপ্তিতে ক্লিক করু

ফর্মটি পূরণ করুন, নথি আপলোড করুন, ফি প্রদান করুন এবং জমা দিন

একটি কপি ডাউনলোড করুন এবং যথাযথভাবে পূরণ করা ফর্মের একটি প্রিন্টআউট নিন

আরও বিস্তারিত জানার জন্য, প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

DA News: সরকারী কর্মচারীদের এই তারিখে 3-4% ডিএ বৃদ্ধি পেতে পারে, বিস্তারিত জেনেনিন এক্ষুনি

DA News মহার্ঘ ভাতা

DA News সরকারি কর্মী

DA News: ইউনিফাইড পেনশন স্কিম (UPS) এর পরে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা এই মাসে আরেকটি খুশির খবর পেতে চলেছে – মহার্ঘ ভাতা বৃদ্ধি। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার 2024 সালের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে 3-4 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করবে। এর ফলে অনেকটাই লাভবান হবেন কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

একটি সূত্র জানিয়েছে, “সরকার সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে 3-4 শতাংশ ডিএ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। 3 শতাংশ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে, তবে এটি 4 শতাংশও হতে পারে।”

2024 সালের মার্চ মাসে পূর্ববর্তী ডিএ বৃদ্ধিতে, কেন্দ্রীয় সরকার মূল বেতনের 4 শতাংশ বাড়িয়েছিল। এর ফলে 50 শতাংশ পৌঁছে গিয়েছে মহার্ঘ ভাতা। সরকার মহার্ঘ্য ত্রাণও (ডিআর) 4 শতাংশ বাড়িয়েছিল।

মহার্ঘ ভাতা (DA) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হয়, যখন মহার্ঘ ত্রাণ (DR) পেনশনভোগীদের দেওয়া হয়। DA এবং DR বছরে দুবার বাড়ানো হয়, যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয়৷

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কি কোভিড-১৯ ডিএ বকেয়া পাবেন?

সম্প্রতি সংসদের বর্ষা অধিবেশনে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর একটি বিবৃতি অনুসারে, কোভিড-১৯ মহামারী চলাকালীন থমকে যাওয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) এর জন্য 18 মাসের বকেয়া দেওয়ার সম্ভাবনা কম।

‘কোভিড প্রাদুর্ভাবের সময় আটকে রাখা 18 মাসের মহার্ঘ ভাতা/কেন্দ্রীয় সরকারী কর্মচারী/পেনশনভোগীদের ত্রাণ মুক্তি দেওয়ার বিষয়ে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে কি না’, এই প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তর দিয়েছিলেন, “না”।

1 জানুয়ারী, 2020, 1 জুলাই, 2020 এবং 1 জানুয়ারী, 2021 কেন্দ্রীয় সরকারী কর্মচারী/পেনশনভোগীদের ডিএ/ডিআর-এর তিনটি কিস্তি দেওয়া হয়নি, COVID-19 এর প্রেক্ষাপটে, যা অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হয়েছিল। সরকারি অর্থের ওপর চাপ কমানো।

50% এর পরে কি DA মূল বেতনের সাথে একত্রিত হবে?

বিশেষজ্ঞদের মতে, ডিএ 50 শতাংশ অতিক্রম করার ক্ষেত্রে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে একীভূত হবে না। 8ম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে। একীভূতকরণের পরিবর্তে, ডিএ 50 শতাংশ অতিক্রম করার ক্ষেত্রে এইচআরএ সহ ভাতা বৃদ্ধির বিধান রয়েছে, যা ইতিমধ্যে হয়ে গেছে। 4র্থ বেতন কমিশনে, ডিএ সর্বোচ্চ 170 শতাংশে পৌঁছেছিল।

Big News: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও এক মন্ত্রীকে তলব, ইডি দপ্তরে চন্দ্রনাথ সিনহা

ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

নিউজ ডেস্ক: রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকালে ইডির দফতরে হাজির মন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দফতরের মন্ত্রী চন্দ্রনাথ।

জানা যাচ্ছে, রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে।চন্দ্রনাথের নাম প্রথম নিয়োগ মামলায় প্রকাশ্যে আসে তদন্তকারীরা কুন্তল ঘোষের ডায়েরিতে তাঁর নামের উল্লেখ পাওয়ার পরে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা হুগলির কুন্তল। তাঁর ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে নিয়োগ মামলার একাধিক অজানা নাম। সেই ডায়েরিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের নামের উল্লেখ পাওয়ার পরে তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন। ইডি সূত্রে খবর, ওই ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে।

ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। তার পরিপ্রেক্ষিতে  গত ২২ মার্চ, শুক্রবার সকাল পৌনে নটা নাগাদ ইডি আধিকারিকরা বোলপুরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর পাড়ায় পৌঁছন। তিনটি গাড়ি করে আসা ইডি আধিকারিকরা এর পর বোলপুরের নিচুপট্টিতে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন। তল্লাশি শেষে ইডি সূত্রে জানা গিয়েছিল, মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল।

বড় খবর: SSC শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু নিয়ে বড় খবর সামনে এল, এর মধ্যেই শেষ হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

এসএসসি SSC শিক্ষক

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

SSC শিক্ষক নিয়োগ: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে। আদালতের নির্দেশে নিয়োগ জট কেটেছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের রায়ের পরই উচ্চ প্রাথমিকে সাড়ে ১৪ হাজার প্রার্থীর প্যানেল প্রকাশ ও কাউন্সেলিং শুরু করতে উদ্যোগী হলো স্কুল সার্ভিস কমিশন (SSC)।

এসএসসি সূত্রে জানা গেছে আগামী ২২-২৩ সেপ্টেম্বর নাগাদ কাউন্সেলিং শুরু হতে পারে। এই পর্বে রেকমন্ডেশন লেটার বা সুপারিশপত্র পাবেন চাকরি প্রার্থীরা। এরপর সদ্য সুপারিশ পত্র পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগপত্র দেবে স্কুল পরিচালন সমিতি।

এর আগে মেধাতালিকা তৈরি করতে ৪ সপ্তাহ এবং কাউন্সেলিং ও নিয়োগপত্র ইস্যু করার জন্য ৪ সপ্তাহ, অর্থাৎ মোট ৮ সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল আদালত। যদিও সেই সময়সীমা শেষের আগেই, ১০ সেপ্টেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করবে বলে
খবর। তারপর কল লেটার ইস্যু করে কাউন্সেলিংয়ের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে প্রার্থীদের।

এই বিষয়ে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘আদালতের সময়সীমা মানতে গেলে আমাদের নির্ধারিত সময়ের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু ও শেষ করতে হবে।’

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা।’

উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে ১৪,৩৩৯টি। তবে, মোট প্রার্থী রয়েছেন ১৪,০৪২ জন। তবে, যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম। ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, বিষয়, মিডিয়াম এবং অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থী বাতিল হতে পারে বলেই জানাযাচ্ছে কমিশন সূত্রে। তবে, চূড়ান্ত তালিকার পরেই সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

Assistsnt Professor: সহকারী অধ্যাপক সহ 147 টি পদে নিয়োগ, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন

Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

সহকারী অধ্যাপক নিয়োগ

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIIT), এলাহাবাদ সহযোগী অধ্যাপকের (Assistant Professor) 44 টি পদের জন্য নিয়োগের ঘোষণা করেছে। এর অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ 18 সেপ্টেম্বর। এই নিয়োগের জন্য আবেদনের তথ্য নীচে দেওয়া হল। অফিসিয়াল ওয়েবসাইট- iiita.ac.in-এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আমরা আপনাকে বলি যে এই শূন্য পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া 22 আগস্ট, 2024 এ শুরু হয়েছিল এবং আবেদনকারীরা 18 সেপ্টেম্বর, 2024 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। শূন্য পদের জন্য তাদের যোগ্যতা নিশ্চিত করতে আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়তে হবে।

IIIT এলাহাবাদ রিক্রুটমেন্ট 2024-এর অধীনে এই পদগুলিতে নিয়োগ করা হবে।

বিভাগীয় শূন্য পদের সংখ্যা IIIT এলাহাবাদ নিয়োগ 2024 বিজ্ঞপ্তির সাথে ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা নীচে থেকে IIIT এলাহাবাদ নিয়োগ 2024 পরীক্ষার জন্য শূন্যপদের বিবরণ পরীক্ষা করতে পারেন।

অধ্যাপক- 47টি পদ

সহযোগী অধ্যাপক – 44টি পদ

সহকারী অধ্যাপক – 56টি পদ

IIIT এলাহাবাদ নিয়োগ 2024-এর আবেদন ফি

প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে IIIT, এলাহাবাদ সহযোগী অধ্যাপক নিয়োগ 2024 অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারেন। সাধারণ, OBC এবং EWS বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে মাত্র 1180 টাকা জমা দিতে হবে। এই আবেদনপত্রটি SC, ST এবং PH বিভাগের জন্য বিনামূল্যে।

IIIT এলাহাবাদ নিয়োগ 2024 এর জন্য যোগ্যতার মানদণ্ড

IIIT এলাহাবাদ নিয়োগ 2024-এর জন্য যোগ্যতার মানদণ্ড পরীক্ষা কর্তৃপক্ষ প্রকাশ করেছে। প্রার্থীরা যোগ্যতার মানদণ্ডের বিশদ জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন। সহকারী অধ্যাপক গ্রেড-২ এর জন্য প্রার্থীর পিএইচডি থাকা বাধ্যতামূলক। যেখানে সহকারী অধ্যাপকের জন্য গ্রেড-১, পিএইচডি বা এমটেক বাধ্যতামূলক করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া

এই নিয়োগের জন্য আবেদন করতে, অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং নিয়োগ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করুন।

তারপর নিয়োগ পোর্টালে যান এবং নতুন আবেদনে প্রয়োজনীয় বিবরণ পূরণ করে নিবন্ধন করুন।

রেজিস্ট্রেশন করার পরে, অন্যান্য বিবরণ পূরণ করুন এবং আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

নির্ধারিত ফি জমা দিন এবং পূরণকৃত ফর্মের একটি প্রিন্টআউট নিন।