Homeপশ্চিমবঙ্গসমস্যায় পড়বে পড়ুয়ারা! নিয়মের সংশোধনের জন্য উচ্চ মাধ্যমিক কাউন্সিলের কাছে দাবিপত্র পেশ...

সমস্যায় পড়বে পড়ুয়ারা! নিয়মের সংশোধনের জন্য উচ্চ মাধ্যমিক কাউন্সিলের কাছে দাবিপত্র পেশ শিক্ষক সংগঠনের

উচ্চ মাধ্যমিক পরীক্ষা

নিউজ ডেস্ক: পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে! তবে বিশেষ কিছু বিষয়ের জন্য নিষেধাজ্ঞা সংশোধনের জন্য উচ্চ মাধ্যমিক কাউন্সিলের কাছে দাবিপত্র পেশ করল শিক্ষক সংগঠন।

শিক্ষক সংগঠন, “অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” (APGTWA) এর পক্ষ থেকে “সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত নোটিফিকেশন, মেমো নং -L/PR/338/2024 Dated 29.08.2024 by President, WBCHSE অনুযায়ী নতুন সিলেবাস ও সেমিস্টার সিস্টেম চালুর ফলে বিভিন্ন বিষয়ে ক্যালকুলেটরের ব্যবহার বিষয়ক নোটিফিকেশটি সংশোধন করার আবেদন করতে দাবিপত্র পাঠানো হয়েছে।

ভূগোল, বায়োলজি, কেমেস্ট্রি, ম্যাথ, একাউন্টেন্সি সহ বিভিন্ন বিষয়গুলির পরীক্ষাগুলিতে ছাত্র ছাত্রীদের প্রয়োজন অনুসারে Calculator এর ব্যবহার বিশেষ প্রয়োজন। কিন্তু, সাম্প্রতিক নোটিফিকেশন অনুযায়ী – Prohibited the use of any type of calculators in the examinations under Semester system নির্দেশিকাটির ফলে কয়েকটি বিষয়ে কিছু টপিকের ক্ষেত্রে যেকোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার না করতে দিলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়বে।

বিশেষভাবে উল্লেখ্য, ARTS, SCIENCE ও COMMERCE বিভাগের ছাত্র ছাত্রীরা ভূগোল, বায়োলজি, কেমেস্ট্রি, ফিজিক্স, একাউন্টেন্সি, কস্টিং এন্ড ট্যাক্সেশন, ম্যাথ, স্ট্যাটেটিক্স, কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার এপ্লিকেশন সহ বিভিন্ন বিষয়ে কয়েকটি টপিকে Calculator বাদে উত্তর করতে সমস্যায় পড়বে।

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা ১৩ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ায়, বেশিরভাগ স্কুলের সাবজেক্ট টিচাররা Question তৈরির কাজ সম্পন্ন করে ফেলায় ক্যালকুলেটর ব্যবহার বিষয়ক ক্যালকুটের বিষয়ে চিঠি দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই অবৈজ্ঞানিক সিদ্ধান্তটি পরিবর্তনের জন্য সংগঠনের বহু বিষয়ের শিক্ষক শিক্ষিকারা সমস্যার কথা জানিয়েছেন। তবে, অনেক শিক্ষকই CBSC ও ICSC বোর্ডের অনুকরণে ক্যালকুলেটর ব্যবহার না করার নোটিশকে সাধুবাদ জানিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments