Big News: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও এক মন্ত্রীকে তলব, ইডি দপ্তরে চন্দ্রনাথ সিনহা

daily first

ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

নিউজ ডেস্ক: রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকালে ইডির দফতরে হাজির মন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দফতরের মন্ত্রী চন্দ্রনাথ।

জানা যাচ্ছে, রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে।চন্দ্রনাথের নাম প্রথম নিয়োগ মামলায় প্রকাশ্যে আসে তদন্তকারীরা কুন্তল ঘোষের ডায়েরিতে তাঁর নামের উল্লেখ পাওয়ার পরে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা হুগলির কুন্তল। তাঁর ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে নিয়োগ মামলার একাধিক অজানা নাম। সেই ডায়েরিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের নামের উল্লেখ পাওয়ার পরে তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন। ইডি সূত্রে খবর, ওই ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে।

পড়ুন:  Voluptate et iste quia voluptatem adipisci

ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। তার পরিপ্রেক্ষিতে  গত ২২ মার্চ, শুক্রবার সকাল পৌনে নটা নাগাদ ইডি আধিকারিকরা বোলপুরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর পাড়ায় পৌঁছন। তিনটি গাড়ি করে আসা ইডি আধিকারিকরা এর পর বোলপুরের নিচুপট্টিতে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন। তল্লাশি শেষে ইডি সূত্রে জানা গিয়েছিল, মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল।

পড়ুন:  BIG BREAKING: কলকাতা হাই কোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য, দেওয়া হল এই চার শর্ত, কবে জেল থেকে ছাড়া পাবেন?