বড় খবর: SSC শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু নিয়ে বড় খবর সামনে এল, এর মধ্যেই শেষ হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

246
এসএসসি SSC শিক্ষক

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগSSC শিক্ষক নিয়োগ:

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে। আদালতের নির্দেশে নিয়োগ জট কেটেছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের রায়ের পরই উচ্চ প্রাথমিকে সাড়ে ১৪ হাজার প্রার্থীর প্যানেল প্রকাশ ও কাউন্সেলিং শুরু করতে উদ্যোগী হলো স্কুল সার্ভিস কমিশন (SSC)।

এসএসসি সূত্রে জানা গেছে আগামী ২২-২৩ সেপ্টেম্বর নাগাদ কাউন্সেলিং শুরু হতে পারে। এই পর্বে রেকমন্ডেশন লেটার বা সুপারিশপত্র পাবেন চাকরি প্রার্থীরা। এরপর সদ্য সুপারিশ পত্র পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগপত্র দেবে স্কুল পরিচালন সমিতি।

পড়ুন:  শিক্ষকের চাকরি বাতিল: প্রবল বৃষ্টিতেও অটল ৬৯ হাজার শিক্ষক নিয়োগ প্রার্থী, আগামীকাল থেকে আসরে আরও একটি সংগঠন

এর আগে মেধাতালিকা তৈরি করতে ৪ সপ্তাহ এবং কাউন্সেলিং ও নিয়োগপত্র ইস্যু করার জন্য ৪ সপ্তাহ, অর্থাৎ মোট ৮ সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল আদালত। যদিও সেই সময়সীমা শেষের আগেই, ১০ সেপ্টেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করবে বলে
খবর। তারপর কল লেটার ইস্যু করে কাউন্সেলিংয়ের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে প্রার্থীদের।

পড়ুন:  Assistant Professor: দুটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান 150 টি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ চলছে, আবেদন করুন

এই বিষয়ে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘আদালতের সময়সীমা মানতে গেলে আমাদের নির্ধারিত সময়ের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু ও শেষ করতে হবে।’

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা।’

উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে ১৪,৩৩৯টি। তবে, মোট প্রার্থী রয়েছেন ১৪,০৪২ জন। তবে, যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম। ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, বিষয়, মিডিয়াম এবং অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থী বাতিল হতে পারে বলেই জানাযাচ্ছে কমিশন সূত্রে। তবে, চূড়ান্ত তালিকার পরেই সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।