Assistant Professor: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন

0
1
Assistant Professor Recruitment

সহকারী অধ্যাপক নিয়োগ

Assistant Professor Recruitment: এবার শিক্ষকতার সুযোগ এল রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। বিশ্বভারতীর ভাষা ভবনের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। একাধিক শূন্যপদে নিয়োগ (assistant professor) দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ

‘সেন্টার ফর মর্ডান ইউরোপিয়ন ল্যাঙ্গুয়েজেস, লিটরেচার অ্যান্ড কালচার স্টাডিজ়’, বিশ্বভারতীর ভাষা ভবনের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। রুশ, ইতালিয়ান, জার্মান, ফরাসি ভাষায় রয়েছে শিক্ষকতার সুযোগ। প্রতিটি বিভাগে এক জন করে নিয়োগ করা হবে।

পড়ুন:  SSC: শূন্যপদ ১৪,৩৩৯টি, মোট চাকরি প্রার্থী ১৪,০৪২, মেধাতালিকা প্রকাশ করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি




বেতন

মাসিক বেতন নয়, লেকচার পিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। এ ভাবে সর্বোচ্চ মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে।

পড়ুন:  SSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, জেনেনিন আপডেট

শিক্ষাগত যোগ্যতা

বিভাগে ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। যদি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকে, তা হলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরির প্রার্থীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৩০ অগস্ট। ওই দিন থেকে আগামী তিন সপ্তাহের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

পড়ুন:  বড় খবর: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে অপরিহার্য যোগ্যতা হল DElEd, BEd নয়, যা জানাল সুপ্রিম কোর্ট