Home Blog Page 114

SSC: মাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৯৪৮১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হল, জেনেনিন বিস্তারিত

চাকরির খবর ব্যাঙ্কে নিয়োগ

SSC GD

SSC GD: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। এসএসসি জিডি (SSC GD) কনস্টেবল পদে ৩৯৪৮১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হল। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল জেনারেল ডিউটি পদে বিভিন্ন ক্ষেত্রে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস, এস এস এফ. এনসিবি-তে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ ৩৯৪৮১। অনলাইনে আবেদন করতে হবে। পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২৫।

শিক্ষাগত যোগ্যতা

একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউশন থেকে দশম শ্রেণি বা সমতুল্য পাস করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

বয়স

১৮-২০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীর নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

নির্বাচন পদ্ধতি

কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা। কম্পিউটার বেসড টেস্টে ৮০টি প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিকস্ এবং ইংলিশ / হিন্দি। প্রতিটি ক্ষেত্রে ২০টি প্রশ্ন থাকবে।

আবেদন পদ্ধতি

অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ ফর্মটি পুরণ করে সাবমিট করুন। আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর রাত ১১টা পর্যন্ত।

BIG NEWS: গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, মোট উত্তীর্ণ 3233, এক ক্লিকেই দেখেনিন তালিকা

PhD Admission

মাদ্রাসা সার্ভিস কমিশন শূন্যপদে নিয়োগ

মাদ্রাসা সার্ভিস কমিশন: রাজ্যে নিয়োগ মামলায় বড় খবর সামনে এল। গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হল। এর আগে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় মাদ্রাসা সার্ভিস কমিশনকে। পরীক্ষার ফল বার করতে ১৪ বছর! কারচুপি করতে এত সময় লাগে?’ মাদ্রাসা মামলায় কটাক্ষ করেন বিচারপতি অমৃতা সিনহার।

বৃহস্পতিবার ফল প্রকাশ হল। এর পর হবে ইন্টার্ভিউ। মোট ৩২৩৩ জন চাকরি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। শূন্যপদের সংখা ২৯৭টি। জেলা ভিত্তিক শূন্যপদ এবং লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন। 

২০১০ সালে গ্ৰুপ ডি-তে তিন হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। অভিযোগ, সেই পরীক্ষার ফল এখনও বার করেনি কমিশন। ১৪ বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও ফলপ্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন চাকরিপ্রার্থীরা। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সময় বেঁধে ফলপ্রকাশের নির্দেশ দিয়েছিল। কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাকি মাত্র দু’দিন! মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশে জানান, আগামী তিন দিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফলপ্রকাশ করতে হবে।

কমিশন গ্ৰুপ ডি-তে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবারও হাই কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। হাফিজুল হক-সহ কয়েক জন চাকরিপ্রার্থী হাই কোর্টের মামলা করেন। তাঁদের বক্তব্য, গত ৫ অগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। অথচ আদালতের আগের নির্দেশ মেনে এখনও পর্যন্ত ফলপ্রকাশ করা হয়নি।

মামলার শুনানিতে বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, ‘‘একটি পরীক্ষার ফল বার করতে কী ভাবে ১৪ বছর সময় লাগতে পারে?’’ কমিশনের উদ্দেশে বিচারপতির কটাক্ষ, গত ১৪ বছর ধরে পরীক্ষার ফল বার করা গেল না! কারচুপি করতে কি এত সময় লাগে? বিচারপতি সিংহের মন্তব্য, ‘‘তিন হাজার শূন্যপদের জন্য এক লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছেন। সেখান থেকে অনেক টাকা পেয়েছেন। আগে কমিশন ওই ফল বার করুক, তার পরে আদালত তাদের বক্তব্য শুনবে।’’ 

Assistant Professor: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, কোন বিষয়ে জেনেনিন

আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই কমিশনকে ফলপ্রকাশ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালে গ্ৰুপ ডি-তে তিন হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওই বছরই পরীক্ষা হয়। প্রায় এক লক্ষ চাকরিপ্রার্থী ওই পরীক্ষায় বসেছিলেন। 

1st SLST(NT) Group-D

আরজিকর কাণ্ডে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে “সিবিআই দপ্তর অভিযান ও জনতার আদালত” কর্মসূচীর ঘোষণা, জেনেনিন

আরজিকর আন্দোলন

আরজিকর আন্দোলন

নিউজ ডেস্ক: একদিকে মুখ্যমন্ত্রী “উৎসব”এ মেতে উঠতে বলছেন, অন্যদিকে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের মূল আন্দোলনটিই তোলার নিদান দিচ্ছে। আর CBI এর তদন্তের গতির মত কোর্টেও তাদের উকিলরা মিনমিন করছে…। মাঝে পড়ে বিচারের বাণী ডুকরে কাঁদছে।

তাই এবার রাজ্যের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের ডাকে-

আর জি কর-এ ধর্ষণ, নৃশংস হত্যাকান্ড ও তথ্য প্রমাণ লোপাটের সাথে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, টালবাহানা না করে তদন্তের দ্রুত নিষ্পত্তি এবং কর্মক্ষেত্রে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আগামী শনিবার (১৪/৯/২৪) দলমত-সংগঠণ নির্বিশেষে পতাকা বিহীনভাবে “TEACHERS for RG KAR”- এর উদ্যোগে “সিবিআই দপ্তর অভিযান ও জনতার আদালত” কর্মসূচী নেওয়া হয়েছে।

এই কর্মসূচীতে সমস্ত স্তরের শিক্ষক-সহ শিক্ষা কর্মী, ছাত্র, অভিভাবক, শিক্ষানুরাগী মানুষ এবং সাধারণ নাগরিকদের যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি অভয়ার ন্যায়বিচারের দাবিতে জুনিয়ার ডাক্তারদের স্বাস্থ ভবনের সামনে চলমান অবস্থান- বিক্ষোভ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে শিক্ষকরা সম্মিলিতভাবে এই আন্দোলন কর্মসূচীতে যোগ দিচ্ছে।

সরকার জুনিয়ার ডাক্তারদের দাবি না মানা পর্যন্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে জুনিয়ার ডাক্তাদের আন্দোলনের পাশে ধারাবাহিকভাবে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

SSC: ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ করতেই হবে! বিক্ষোভ হবু শিক্ষকদের, জেনেনিন আপডেট

এসএসসি SSC শিক্ষক

স্কুল সার্ভিস কমিশন

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও নিয়োগ শুরু হয়নি কেন? করুণাময়ীতে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা (SSC)। দ্রুত নিয়োগের দাবিতে করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের সামনে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।

গত ২৮ অগাস্ট কলকাতা হাইকোর্টের  ডিভিশন বেঞ্চ ১৪ হাজার ৫২ জনের নিয়োগের নির্দেশ দেয়। রাজ্য সরকার জানিয়েছিল, আইনি ডট কাটার ৭ দিনের মধ্যেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এখনও নিয়োগ কেন শুরু হয়নি, সেই প্রশ্ন তুলে এ দিন মিছিল করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ করতে হবে।

আদালতের নির্দেশের পর কেটে গিয়েছে ১৫ দিন, কেন এখনও নিয়োগের প্রক্রিয়া শুরু হল না, প্রশ্ন আন্দোলনকারীদের। তাঁদের দাবি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সাংবাদিক বৈঠক করে নিয়োগের বিষয় সম্পর্কে জানাতে হবে এবং শিক্ষামন্ত্রীকে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে দিতে হবে। চাকরিপ্রার্থীদের সাফ কথা, ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের কাউন্সেলিং করে পুজোর আগেই নিয়োগ দিতে হবে। আর এই প্রক্রিয়ার সঙ্গেই নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ১৪ হাজার ৫২ জন প্রার্থীর নিয়োগ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের আপার প্রাইমারি শূন্যপদ নিয়োগ নিয়ে গত ২৮ অগস্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৮ বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগ জট কেটেছে সেই রায়ে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলেছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। 

BED ADMISSION: শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর, বিএড কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু

PhD Admission

বিএড ভর্তি bed admission

BED ADMISSION: শিক্ষকপদে আসতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর। বিএড ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হল। বিএড কোর্সের ভর্তি (bed course admission) প্রক্রিয়া শুরু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট কোর্সে ‘ফ্রেশার’দের পাশাপাশি ‘ডেপুটেড’ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বিষয় ও আসন

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এডুকেশন বিভাগের তরফে এই ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মোট ৫০টি আসনে ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্যও কিছু আসন রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্সে ‘মেথড সাবজেক্ট’গুলির মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, গণিত, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, বাণিজ্য, এডুকেশন-এর মতো নানা বিষয়।

বয়স

বিএডে ভর্তির ক্ষেত্রে ‘ফ্রেশার’দের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৭ বছর। তবে ‘ডেপুটেড’ প্রার্থীদের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা

দু’বছরের এই কোর্সে ভর্তির জন্য আবেদনকারীদের কোনও ‘স্কুল সাবজেক্ট’ অর্থাৎ স্কুল স্তরে পড়ানো হয় এমন বিষয়ে অন্তত স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর থাকলেও আবেদন করা যাবে। পাশাপাশি, প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য কোনও অর্থমূল্য নেই। আগামী ১৬ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পরে মেধাতালিকা প্রকাশ করা হবে ২০ সেপ্টেম্বর এবং ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

BIG BREAKING: কলকাতা হাই কোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য, দেওয়া হল এই চার শর্ত, কবে জেল থেকে ছাড়া পাবেন?

মানিক ভট্টাচার্য

মানিক ভট্টাচার্য

মানিক ভট্টাচার্য: নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় খবর সামনে এল। কলকাতা হাই কোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। তবে দেওয়া হল চারটি শর্ত। রাজ্যে শিক্ষক নিয়োগ মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি।

কলকাতা হাই কোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। ২০২২ সালের ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। প্রায় ২৩ মাস পরে প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পেতে চলেছেন মানিক।

বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে জামিন দিয়েছেন। তবে জামিন পেলেও চারটি শর্ত মেনে চলতে হবে মানিককে। জামিন-মামলায় জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে নিজেই সওয়াল করেন তিনি।

মানিককে হাই কোর্টের নির্দেশ, তাঁকে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। তা ছাড়াও তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করেছে সিবিআইও। তবে সিবিআই মানিককে গ্রেফতার করেনি। এই বিষয়ে আগেই সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েছিলেন মানিক। ফলে বৃহস্পতিবার হাই কোর্ট জামিন দেওয়ায় জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনও বাধা রইল না তাঁর। 

PhD Admission: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি আবার শুরু হয়েছে, এল বড় খবর

Assistant Professor Recruitment

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি

PhD Admission: যাদবপুর বিশ্বিদ্যালয় (jadavpur university), পিএইচডি ভর্তির অভিযোগে অনিয়মের তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে, একটি বিজ্ঞপ্তিতে দিয়ে জানিয়েছে “পিএইচডি ভর্তির সমস্ত বিতর্কিত ক্ষেত্রে”, ভর্তি এবং এই সম্পর্কিত যে কোনও পদক্ষেপ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে।”

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি ভর্তি পুনরায় শুরু হতে পারে বলে ভাইস চ্যান্সেলরের নির্দেশে ৪ সেপ্টেম্বর কলা অনুষদের ডিন নোটিশ জারি করেন। ছাত্র সংগঠনগুলোর পিএইচডি ভর্তিতে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

4 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “পিএইচডি ভর্তির সমস্ত বিতর্কিত বিষয়ের জন্য ইসি (নির্বাহী পরিষদ) দ্বারা গঠিত কমিটি…. তদন্ত করছে, ভর্তি এবং সংশ্লিষ্ট যেকোন ব্যবস্থা অস্থায়ী হবে এবং কার্যনির্বাহী কর্তৃক রিপোর্ট গ্রহণ করা হবে।”

3 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা তদন্ত কমিটির কার্যবিবরণীতে বলা হয়েছে যে কমিটি ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং কলা বিভাগের ছাত্র সংগঠনগুলির কাছ থেকে “2023-25 ​​সালের পিএইচডি প্রোগ্রামের বিষয়ে কথিত অনিয়মের অভিযোগ পেয়েছে।

অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় এবং আইএসআই কলকাতার প্রাক্তন পরিচালক বিমল কুমার রায়ের সমন্বয়ে গঠিত কমিটি বলেছে যে ব্যক্তি/প্রতিষ্ঠান 10 সেপ্টেম্বর বা তার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে জমা দেওয়া প্রতিনিধিত্ব ছাড়াও কমিটির সামনে লিখিত উপস্থাপনা জমা দিতে পারে।

জাবি একজন কর্মকর্তা জানান, স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলো অনিয়মের অভিযোগ করেছে।

“তাদের মতে, কাট অফ ডেট শেষ হওয়ার পর আবেদন জমা দিলেও কয়েকজন শিক্ষকের সহায়তায় এক ছাত্র নেতা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। তাকে স্ট্যান্ডার্ড অনুশীলনের লঙ্ঘন করে অফলাইনে আবেদন পত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল যা বেআইনি।”

কার্যনির্বাহী পরিষদের সদস্য মনোজিৎ মন্ডল বলেছেন, “এমনও অভিযোগ রয়েছে যে স্কুল এবং বিভাগ উভয়ের পিএইচডি তালিকায় ছাত্রের নাম রয়েছে। এটা স্কুল বা বিভাগ হওয়া উচিত ছিল।”

জুলাই মাসে তদন্ত কমিটি গঠন করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত স্কুল ও বিভাগে পিএইচডি ভর্তি স্থগিত থাকবে।

মন্ডল বলেছেন যেহেতু কমিটি তদন্ত শেষ করতে সময় নিচ্ছে, তাই তারা রাইডারের সাথে পিএইচডি প্রোগ্রামে ভর্তির অনুমতি দিয়েছে যে এই ধরনের ভর্তি কমিটির ফলাফল এবং কার্যনির্বাহী পরিষদের রিপোর্ট গ্রহণের সাপেক্ষে হবে।

কলা অনুষদের ডিন ৪ সেপ্টেম্বর পৃথক নোটিশে বলেন, কলা অনুষদের অধীনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির প্রক্রিয়া “এখন শুরু হতে পারে।”

SSC: পিছিয়ে গেল এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, কবে শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ?

সুপ্রিম কোর্ট শিক্ষক ২৬ হাজার চাকরি বাতিল

সুপ্রিম কোর্ট শিক্ষক ২৬ হাজার চাকরি বাতিল

SSC মামলা, সুপ্রিম কোর্ট: পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, দু’সপ্তাহ পর শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। ২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।

মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার অন্য অনেক মামলার শুনানি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এসএসসি মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। সে দিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 

এই বিষয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল। কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আমি যানি অনেকে ধৈর্য হারাচ্ছেন। কিন্তু বিচারব্যবস্থার ওপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই।’ ফিরদৌস শামিম জানান, ২৪ সেপ্টেম্বর প্রথম মামলা হিসাবে বিচারপতি মিশ্রর বেঞ্চে SSC মামলার শুনানি হওয়ার কথা।

Head Teacher: প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে নোটিশ দেওয়া হল, জেনেনিন বিস্তারিত

শিক্ষক বেতন স্কেল

প্রধান শিক্ষক
প্রধান শিক্ষক নিয়োগ: ভালো খবর প্রধান শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য। শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নোটিফিকেশন অনুযায়ী প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি প্রকাশ্যে এল। উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের শূন্যপদে এই নিয়োগ করা হবে। দীর্ঘ সময় ধরে এই সমস্ত স্কুলগুলিতে প্রধান শিক্ষক ছিল না। যে কারণে অধিকাংশ বিদ্যালয় পঠন পাঠনজনিত বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল।

এবার সেই সমস্যা সমাধানে এবার তৎপর হল রাজ্যের শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্রুত এই সমস্ত শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে চাইছে রাজ্যের শিক্ষা দপ্তর। জেলা DPSC এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। হুগলি DPSC এর অন্তর্গত জুনিয়র বেসিক স্কুল/ প্রাথমিক বিদ্যালয় গুলিতে প্রধান শিক্ষক/শিক্ষিকা পদে নিয়োগ দেওয়া হবেউত্তর দিনাজপুর DPSC এর অধীনস্থ বিদ্যালয় গুলিতে প্রধান শিক্ষক/ শিক্ষিকা নিয়োগের জন্য মিডিয়াম এবং সিনিয়রিটি ভিত্তিতে তালিকা তৈরির জন্য এসআই-দেরকে নির্দেশ দেওয়া হল। ১৮ সেপ্টেম্বরের মধ্যে নথি সহ তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা DPSC এর তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের কথা বলা হয়েছে। জমা নেওয়া তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির শূন্যপদের সংখ্যা বিচার করে প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের সমস্যা এড়াতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বিভিন্ন কারণে জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক নিয়োগ করা যায়নি। তবে এখন প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। ফলে এবার জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককের শূন্যপদগুলি পূরণ করা সম্ভব হবে।

Assistant Professor: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ, কোন বিভাগে নিয়োগ?

Assistant Professor Recruitment

Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।  প্রতি সিমেস্টারের জন্য প্রতি মাসে তাঁদের সর্বাধিক ২০টি ক্লাস নিতে হবে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

শূন্যপদ

বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক পদে নিয়োগ হবে। তবে বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের জন্য নিয়োগ করা হবে অতিথি শিক্ষকদের। 

সাম্মানিক

নিযুক্তদের ক্লাস পিছু ৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। প্রতি সিমেস্টারের জন্য প্রতি মাসে তাঁদের সর্বাধিক ২০টি ক্লাস নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

আবেদনকারী চাকরি প্রার্থীদের সাঁওতালিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। নেট/ সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না। আগামী ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি এবং অন্যান্য নথি নিয়ে দুপুর ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।