HomeIndiaআরজিকর কাণ্ডে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে "সিবিআই দপ্তর অভিযান...

আরজিকর কাণ্ডে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে “সিবিআই দপ্তর অভিযান ও জনতার আদালত” কর্মসূচীর ঘোষণা, জেনেনিন

আরজিকর আন্দোলন

নিউজ ডেস্ক: একদিকে মুখ্যমন্ত্রী “উৎসব”এ মেতে উঠতে বলছেন, অন্যদিকে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের মূল আন্দোলনটিই তোলার নিদান দিচ্ছে। আর CBI এর তদন্তের গতির মত কোর্টেও তাদের উকিলরা মিনমিন করছে…। মাঝে পড়ে বিচারের বাণী ডুকরে কাঁদছে।

তাই এবার রাজ্যের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের ডাকে-

আর জি কর-এ ধর্ষণ, নৃশংস হত্যাকান্ড ও তথ্য প্রমাণ লোপাটের সাথে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, টালবাহানা না করে তদন্তের দ্রুত নিষ্পত্তি এবং কর্মক্ষেত্রে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আগামী শনিবার (১৪/৯/২৪) দলমত-সংগঠণ নির্বিশেষে পতাকা বিহীনভাবে “TEACHERS for RG KAR”- এর উদ্যোগে “সিবিআই দপ্তর অভিযান ও জনতার আদালত” কর্মসূচী নেওয়া হয়েছে।

এই কর্মসূচীতে সমস্ত স্তরের শিক্ষক-সহ শিক্ষা কর্মী, ছাত্র, অভিভাবক, শিক্ষানুরাগী মানুষ এবং সাধারণ নাগরিকদের যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি অভয়ার ন্যায়বিচারের দাবিতে জুনিয়ার ডাক্তারদের স্বাস্থ ভবনের সামনে চলমান অবস্থান- বিক্ষোভ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে শিক্ষকরা সম্মিলিতভাবে এই আন্দোলন কর্মসূচীতে যোগ দিচ্ছে।

পড়ুন:  অসাধারণ: সাইকেলের পাংচার ঠিক করে UPSC-তে 32 তম র‌্যাঙ্ক পেলেন বরুণ, IAS অফিসার হয়ে তাক লাগালেন

সরকার জুনিয়ার ডাক্তারদের দাবি না মানা পর্যন্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে জুনিয়ার ডাক্তাদের আন্দোলনের পাশে ধারাবাহিকভাবে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments