Homeপশ্চিমবঙ্গBED ADMISSION: শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর, বিএড কোর্সে ভর্তি...

BED ADMISSION: শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর, বিএড কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু

বিএড ভর্তি bed admission

BED ADMISSION: শিক্ষকপদে আসতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর। বিএড ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হল। বিএড কোর্সের ভর্তি (bed course admission) প্রক্রিয়া শুরু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট কোর্সে ‘ফ্রেশার’দের পাশাপাশি ‘ডেপুটেড’ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বিষয় ও আসন

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এডুকেশন বিভাগের তরফে এই ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মোট ৫০টি আসনে ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্যও কিছু আসন রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্সে ‘মেথড সাবজেক্ট’গুলির মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, গণিত, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, বাণিজ্য, এডুকেশন-এর মতো নানা বিষয়।

বয়স

বিএডে ভর্তির ক্ষেত্রে ‘ফ্রেশার’দের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৭ বছর। তবে ‘ডেপুটেড’ প্রার্থীদের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা

দু’বছরের এই কোর্সে ভর্তির জন্য আবেদনকারীদের কোনও ‘স্কুল সাবজেক্ট’ অর্থাৎ স্কুল স্তরে পড়ানো হয় এমন বিষয়ে অন্তত স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর থাকলেও আবেদন করা যাবে। পাশাপাশি, প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

পড়ুন:  প্রাথমিক শিক্ষক নিয়োগে BED ডিগ্রিধারীদের DELED সমতুল্য বিবেচনা করার দাবি, সরকারের কাছে প্রতিক্রিয়া চেয়েছে হাইকোর্ট

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য কোনও অর্থমূল্য নেই। আগামী ১৬ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পরে মেধাতালিকা প্রকাশ করা হবে ২০ সেপ্টেম্বর এবং ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments