HomeWest Bengalদারুন খবর, বাড়তি মিলবে পুজোর ছুটি! টানা বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল,...

দারুন খবর, বাড়তি মিলবে পুজোর ছুটি! টানা বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট দেখেনিন

অনেক দিন ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা (West Bengal Government Holiday)। আগামী ৭ অক্টোবর থেকে পুজোর ছুটি পড়বে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। তার আগে ২রা অক্টোবর ছুটি আছে গান্ধী জয়ন্তী।

পুজোর ছুটি: এবার পুজোয় টানা বন্ধ থাকবে সরকারি অফিস। অক্টোবর মাস মানেই উৎসব। এই মাসে একটানা অনেক দিন ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা (West Bengal Government Holiday)। আগামী ৭ অক্টোবর থেকে পুজোর ছুটি পড়বে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। তার আগে ২রা অক্টোবর ছুটি আছে গান্ধী জয়ন্তী।




২ অক্টোবর (বুধবার) ছুটি থাকবে মহালয়ার জন্য। চতুর্থী পড়েছে ৭ অক্টোবর (সোমবার) থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ছুটি শুরু হবে। এরপর পঞ্চমী ৮ অক্টোবর (মঙ্গলবার) এবং ষষ্ঠী ৯ অক্টোবরও (বুধবার) ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের।মহাসপ্তমী ১০ অক্টোবর, মহাষ্টমী ১১ অক্টোবর, মহানবমী এবং বিজয়াদশমী ১২ অক্টোবর ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের।

এছাড়া বাড়তি ছুটি মিলবে ১৪ অক্টোবর এবং ১৫ অক্টোবরও। অর্থাৎ সেই সময়ও সরকারি কর্মচারীদের ছুটি থাকবে। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (বুধবার)। সেদিন তো ছুটি থাকবেই পাশাপাশি কোজাগরী লক্ষ্মীপুজোর পর বাড়তি দু’দিন ছুটি থাকবে। বাড়তি ছুটি (Government Holiday) হিসেবে ১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।




এখানেই ছুটি শেষ হচ্ছে না। এরপর কালীপুজো উপলক্ষে আগামী ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি থাকবে। পরদিন অর্থাৎ আগামী ১ নভেম্বরও ছুটি দেওয়া হয়েছে। ভাইফোঁটা পড়েছে আগামী ৩ নভেম্বর (রবিবার)। তবে ছুটি জলে যাচ্ছে না। রবিবার হওয়ায় ভাইফোঁটার পরদিন সোমবার সরকারি অফিসে ছুটি দেওয়া হয়েছে। উৎসব শেষে আগামী ৫ নভেম্বর রাজ্যের সরকারি অফিস খুলে যাবে। 

পড়ুন:  বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে, রাজ্যের এই সরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments