Homeপশ্চিমবঙ্গএবার বাংলাতেও ডিএ বৃদ্ধির তোড়জোড় শুরু! কত বাড়তে পারে মহার্ঘ ভাতা? জেনেনিন...

এবার বাংলাতেও ডিএ বৃদ্ধির তোড়জোড় শুরু! কত বাড়তে পারে মহার্ঘ ভাতা? জেনেনিন বিস্তারিত

এবার বাংলাতেও ডিএ বৃদ্ধির তোড়জোড় শুরু হল। অর্থ দফতর তোড়জোড়ও শুরু করেছে বলে খবর মিলেছে।

ডিএ বৃদ্ধি, পশ্চিমবঙ্গ: সদ্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষনা করেছে কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রের পরেই বিভিন্ন রাজ্য কর্মীদের জন্য ডিএ ঘোষনা করছে। এবার বাংলাতেও ডিএ বৃদ্ধির তোড়জোড় শুরু হল। অর্থ দফতর তোড়জোড়ও শুরু করেছে বলে খবর মিলেছে।

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে শীঘ্রই। এমনই দাবি করা হয়েছে একটি রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের পরে এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হতে পারে ২ থেকে ৩ শতাংশ। এই ডিএ বৃদ্ধি করতে নাকি রাজ্য অর্থ দফতরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

রিপোর্ট অনুযায়ী সরকারি এক আধিকারিক এই নিয়ে দাবি করেছেন, কালীপুজো এবং ছটপুজোর ‘উপহার’ হিসেবে ডিএ বৃদ্ধির ঘোষণা করার পরিকল্পনা করছিল রাজ্য সরকার। তবে উপনির্বাচনের নির্ঘণ্ট সেই পরিকল্পনায় জল ঢেলেছে। এই পরিস্থিতিতে উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর নভেম্বরের শেষের দিকে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে রাজ্যে।  

বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। এই আবহে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়েছে আরও। এই আবহে ডিএ আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য আরও ৩৯ শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে। 

পড়ুন:  আপার প্রাইমারি পে স্কেল: রাজ্যে ১৪০৫২ জন শিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন, বেতন-ডিএ-এইচআরএ দিয়ে হাতে মাসিক কত আসবে তাঁদের?

ডিএ বৃদ্ধির দাবিতে ইতিমধ্যেই কোঅর্ডিনেশন কমিটি এবং সংগ্রামী যৌথ মঞ্চ ফের তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এরই মাঝে সরকারি কর্মীদের ক্ষোভ কিছুটা প্রশমন করতে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।  

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!