Homeচাকরির খবরWBSSC: এসএসসি প্রকাশিত আপার প্রাইমারি শূন্যপদে নাম নেই বহু স্কুলের, সমস্যা বাড়ছে,...

WBSSC: এসএসসি প্রকাশিত আপার প্রাইমারি শূন্যপদে নাম নেই বহু স্কুলের, সমস্যা বাড়ছে, চেয়ারম্যানকে দাবিপত্র পেশ

আদালতের নির্দেশে মেধাতালিকা আগেই প্রকাশ করা হয়েছে। এবার উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে ১৪,৩৩৯টি শূন্যপদের তালিকা ওয়েবসাইটে আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন (WBSSC)।

নিউজ ডেস্ক: আদালতের নির্দেশে মেধাতালিকা আগেই প্রকাশ করা হয়েছে। এবার উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে ১৪,৩৩৯টি শূন্যপদের তালিকা ওয়েবসাইটে আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। যে সব প্রার্থীদের ৩, ৪, ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবর কাউন্সেলিংয়ের কথা, তাঁরা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কাউন্সেলিংয়ের জন্যে এসএসসি-র ওয়েবসাইট থেকে ই-ইনটিমেশন ডাউনলোড করতে পারছেন।

কমিশন সূত্রের খবর, ৯০০ স্কুলের ভুল ঠিকানা, বিষয় এবং ক্যাটিগরি সংশোধন করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, বাংলা মাধ্যমের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক কাউন্সেলিং শুরু হবে ভাইফোঁটার পরেই। নভেম্বরে মাসেই সেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষের উদ্যোগ নেওয়া হয়েছে।

SSC প্রকাশিত আপার প্রাইমারি সাবজেক্ট ও ক্যাটেগরি অনুযায়ী স্কুল লিস্টে বহু সংখ্যক স্কুলের নাম নেই। এর ফলে স্কুলগুলি সমস্যায় পড়েছে। পূর্বের লিস্টে ও বহুবার পোস্ট / ভেকেন্সি জমা দেওয়া সত্বেও বর্তমান লিস্টে নাম নেই। অবশ্যই কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী পোস্ট সংখ্যা অনুযায়ী নিয়োগ করছে স্কুল সার্ভিস কমিশন ও স্কুল শিক্ষা দপ্তর। তবুও দীর্ঘ কয়েক বছর ধরে যে সকল স্কুলের  আপার প্রাইমারি স্তরের ভেকেন্সিগুলি পূরণ হয়নি সেগুলো যথাযথভাবে লিস্টে প্রাধান্য পায়নি। এর ফলে বহু সংখ্যক জুনিয়র হাইস্কুল সমস্যায় পড়বে,যেগুলিতে শিক্ষক নিয়োগ আবশ্যিক ছিলো।

এই বিষয়ে অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (APGTWA) পক্ষ থেকে চন্দন গরাই বলেন, “বহু সংখ্যক স্কুলের সাবজেক্টগুলির CATEGORY লিস্টে পরিবর্তন হয়ে গেছে। অনলাইন পোর্টালে অটোমেটিক ভাবে VACANT POST আপলোড থাকলেও এবং বারবার তথ্য সংগ্রহ করার পরেও স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমে এই ভুল সত্যিই হতাশাজনক ও ধিক্কারজনক। এমতাবস্থায় যে সকল স্কুলের নাম আপার প্রাইমারি পোস্টের  VACANCY লিস্টে নেই তারা অবিলম্বে উৎসশ্রী পোর্টালে পোস্ট Status চেক করে স্কুলের লেটার প্যাডে সাপোর্টিং ডকুমেন্টস সহ POST, SUBJECT, SECTION, CATEGORY উল্লেখ করে একটি চিঠি  সেটি স্কুল কমিশনার (CSE) কে মেল- commissionerschooleducation@gmail.com করুন ও কপি ফরোয়ার্ড স্কুল সার্ভিস কমিশন- wbssccentral@gmail.com ও সংশ্লিষ্ট  DI কে করুন। APGTWA রাজ্য কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্কুল শিক্ষা কমিশনার ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দাবিপত্র পাঠানো হয়েছে।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments