লক্ষ্মীর ভাণ্ডারের মত এবার পুরুষরাও মাসে মাসে পাবেন ১০০০ টাকা! দুর্দান্ত এই প্রকল্প রাজ্যে সরকারের

লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার পুরুষরাও মাসে মাসে পাবেন ১০০০ টাকা! রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের।

6941
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার পুরুষরাও মাসে মাসে পাবেন ১০০০ টাকা! রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের।

বিঘা জমি চাষ করতে বহু খরচ হয়ে থাকে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বছরে ১০ হাজার টাকা দেবে মমতার সরকার। প্রথম পর্যায়ে মিলবে পাঁচ হাজার টাকা। যদি সেই টাকা পুরো খরচ না করে ব্যাঙ্ক কিনবা অন্য কোনও খাতে খরচ করা যেতে পারে। পরের পর্যায়ে বাকি পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এখানেই শেষ নয়। কোনও কৃষকের যদি মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। ১৬ থেকে ৬০ বছরের বয়সীরা এই সুযোগ পাবেন। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই প্রকল্পের নাম? এই প্রকল্পের নাম কৃষকবন্ধু।

রাজ্য সরকারের এই প্রকল্পে (Government Scheme) আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্য বেশ কয়েকটি যোগ্যতামান পূরণ করতে হবে। তাহলেই মাসে মাসে মিলবে ভাতা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত ১০ বছর থাকতে হবে। আবেদনকারীর বয়স ৬০ বছরের অধিক হতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতির শ্রেণির ক্ষেত্রে ৫৫ বছর হলেও অ্যাপ্লাই করা যাবে।

পড়ুন:  লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্যের এই মহিলারা পাবেন না! মাসে মাসে টাকা পেতে হলে অবশ্যই জেনে নিন

আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক ১ একর জমি থাকতে পারে। ভূমিহীন খেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে এবং কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগেই যদি কোনও ভাতা (Krishak Bhata) পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।

পড়ুন:  রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগেই বড় উপহার! লক্ষ লক্ষ কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের

জানা যাচ্ছে, রাজ্য সরকারের এই স্কিমে মূলত অফলাইনে আবেদন করা হয়। তবে কেউ যদি চান, তাহলে অনলাইন থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই ফর্ম ফিল আপ করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস কিংবা মহকুমা অফিসে করে জমা দিয়ে দিতে হবে।

পড়ুন:  SSC: "আপনি অযোগ্য শিক্ষক ও কর্মীদের বের করে দিতে চান না": সুপ্রিম কোর্ট বাংলাকে তিরস্কার করে যা বলেছে

কৃষক ভাতা প্রকল্পে (Government Scheme) আবেদনের জন্য অবশ্য বেশ কিছু নথিপত্র লাগবে। আবেদনকারীর আধার কার্ড অথবা রেশন কার্ড, জমির মালিকানার প্রমাণপত্র, শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র, স্থানীয় অঞ্চল প্রধানের শংসাপত্র, ব্লক উন্নয়ন আধিকারিকদের থেকে অন্য স্কিমে টাকা না পাওয়ার সার্টিফিকেট, ব্যাঙ্কের পাসবই এবং অ্যাক্টিভ মোবাইল নম্বর দরকার হয়।