Homeচাকরির খবরWBSSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে গুরুত্বপুর্ন তথ্য জানা...

WBSSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে গুরুত্বপুর্ন তথ্য জানা গেল, জেনেনিন আপডেট

স্কুল সার্ভিস কমিশন

আপডেট: সুপ্রিম কোর্টে SSC মামলার তারিখ আবার পরিবর্তন ৫ তারিখ হবে মামলা। জানা যাচ্ছে প্রধান বিচারপতির শারীরিক অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে গেল। আগামী ৫ তারিখ এই মামলা পুনরায় লিস্টেড হয়েছে। এই ব্যাপারে পরিপূর্ণ তথ্য পেলে আপনাদের দেওয়া হবে।

নিউজ ডেস্ক: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলা উঠতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি উঠবে। এই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য।

সুপ্রিম কোর্টে SSC 2016 নিয়োগ মামলার শুনানির সম্ভাব্য তারিখ 03/09/2024. মামলাটি সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী ৬ নম্বরে আছে। যদিও গত শুনানিতে মামলাটি দুই নম্বরে থাকলেও সময়ের অভাবে শুনানি হয়নি।

আগেই স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি। এই তালিকা অনুযায়ী, চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১। এই ১৪৬১ চাকরির কোনওটাই সুপারিশ করেনি SSC। ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি। এর পাশাপাশি OMR কারচুপি / বিকৃতি করার তথ্যও আছে।

পড়ুন:  Big News: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ফের আদালতে যাচ্ছে এসএসসি (SSC), যা জানাচ্ছে কমিশন

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে, নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানিয়েছিল, সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতেই একই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা, সেদিকে নজর রাখতে হবে।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: 5,182টি শূন্যপদ! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিপুল শূন্যপদ, শিক্ষামন্ত্রী এ তথ্য দিলেন, বিস্তারিত জানুন এখানে 

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার এসএসসিতে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ৩ অগাস্ট মধ্য শিক্ষা পর্ষদ ৬ পাতার রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে, মোট ২৫,৮৪৪ জনকে চাকরি দেওয়া হয়েছিল। যার মধ্যে নবম-দশমে ১৩০৫৬। একাদশ-দ্বাদশে সহকারি শিক্ষক পদে চাকরি ৫৭৫৭ দেওয়া হয়েছিল। এছাড়াও গ্রুপ-ডি পদে ৪৫৪৭ ও গ্রুপ-সি পদে ২৪৮৪ জনকে চাকরি দেওয়া হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments