SSC আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ জটিলতা এড়াতে ফের আদালতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন (ssc)। কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী ১৪ হাজার ৫২ জনকে নিয়োগ করতে হবে। এই নির্দেশকে মান্যতা দিলে ফের মামলা দায়ের হতে পারে বলে মনে করছে কমিশন। এই অবস্থায় জটিলতা এড়াতে চলতি মাসের চতুর্থ সপ্তাহে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে এসএসসি।
এই বিষয়ে বিকাশ ভবনের এক আধিকারিক বলেন, “স্কুল সার্ভিস কমিশন যদি আদালতের কাছে এটি সংশোধন না করায়, তা হলে আইনি জটিলতা তৈরি হতে পারে। আদালতের কাছে আবেদন করার পরে কবে সংশোধিত নির্দেশ আসবে, তার উপর নির্ভর করবে পুরো প্রক্রিয়া। তা পুজোর আগে বা পরেও হতে পারে।”
নতুন করে নিয়োগ নিয়ে যাতে কোনও জটিলতা না হয়, তার জন্যই আদালতের দ্বারস্থ হচ্ছে এসএসসি। জানা যাচ্ছে ৪ অক্টোবর হয়ে স্কুল সার্ভিস কমিশনে পূজোর ছুটি পড়ছে। তার আগে যদি আদালত সংশোধন করে দেয়, তা হলে পূজোর আগে আরও দু’দিন সময় নিয়ে প্যানেল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে কমিশনের তরফে। তবে পুরো বিষয়টাই আদালতের নির্দেশের উপর নির্ভর করছে বলে জানাচ্ছে এসএসসি।
উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে ১৪ হাজার ৩৩৯। মোট প্রার্থীর সংখ্যা ১৪ হাজার ৫২। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, মেধাতালিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ১৪ হাজার ৫২ জন প্রার্থীর মধ্যে প্রায় ১০০-রও বেশি এমন প্রার্থী রয়েছেন, যাঁরা ইন্টারভিউয়ের পরে তথ্যে গরমিল থাকার জেরে বাদ গিয়েছিলেন। এ ছাড়াও এমন অনেকে রয়েছেন, যাঁদের অ্যাকাডেমিক স্কোরে অসুবিধা রয়েছে। দাখিল করা সার্টিফিকেটের সঙ্গে নম্বর মিলছে না। আবার কেউ কেউ বিএড করেছেন নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে। সর্বোপরি বেশ কয়েক জন এমন প্রার্থীও রয়েছেন, যাঁরা প্রশিক্ষণহীন এবং বয়সসীমা অতিক্রান্ত। ফলে সমস্যা হতে পারে আশঙ্কা করে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে কমিশন।
অবিলম্বে নিয়োগের দাবিতে কিছুদিন আগেই সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দীর্ঘ নয় বছরের অপেক্ষা, তবে এখনও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২৮ অগস্ট স্কুল সার্ভিস কমিশনকে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছিল। আদালত জানিয়েছিল নতুন করে মেধাতালিকা প্রস্তুত করে প্রকাশ করতে হবে। ১৪০৫২ জনের মেধা তালিকা তৈরি করতে বলা হয়েছিল। আদালতের নির্দেশের পরেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, যথাসম্ভব দ্রুত মেধাতালিকা প্রকাশ করে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।