স্থায়ী শূন্যপদে দ্রুত নিয়োগ চাই, আরজিকর কান্ডে দোষীদের শাস্তি দিতেই হবে! হবে কলকাতার রাজপথ দখল

daily first

Updated on:

স্থায়ী শূন্যপদে দ্রুত নিয়োগ চাই, আরজিকর কান্ডে দোষীদের শাস্তি

স্থায়ী শূন্যপদে দ্রুত নিয়োগ চাই, আরজিকর কান্ডে দোষীদের শাস্তি
নিউজ ডেস্ক: ফের পথে নামছেন রাজ্যের চাকরি প্রার্থীরা। সমস্ত সরকারি স্থায়ী শূন্যপদে দ্রুত নিয়োগ ও বয়স সীমা বৃদ্ধির দাবিতে আরজিকর কান্ডের নৃশংসতার প্রতিবাদে ও কর্ম ক্ষেত্রে নারী সুরক্ষার দাবিতে বাংলার যুব সমাজ কলকাতার রাজপথ দখল করতে চলছে। রাজ্যে নিয়োগ প্রক্রিয়া ক্রমেই অনিয়মিত হয়ে পড়ছে।

দীর্ঘদিন স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। অন্যান্য নিয়োগও ক্রমে ক্রমে আসছে। এই অবস্থায় ফের আন্দোলনে নামছে বিভিন্ন সংগঠন।

WBP/KP যৌথ মঞ্চ অল বেঙ্গল ২০২২ টেট পাস
ডি.এল.এড. অ্যাসোসিয়েশন WB SSC – SLST, Gr- C/D একতা মঞ্চ, WBPSC Anti-corruption Student Unity, নার্সিং বিভাগ, সরকারি নিয়োগ থেকে বঞ্চিত Dentist চিকিৎসক, স্পেশাল এডুকেটর চাকরি প্রার্থী, রাজ্য হোমিওপ্যাথি মঞ্চ, পশ্চিমবঙ্গ শারীরশিক্ষা ঐক্য পরিষদ,ICDS, মাদ্রাসা চাকরি প্রার্থী, ফায়ার অপারেটর
ফার্মাসিস্ট চাকরি, প্রার্থী মেডিক্যাল টেকনিশিয়ান হেলথ্ ফেসিলিটি ম্যানেজোর, কলেজ সার্ভিস কমিশনেরর বঞ্চিত চাকরি প্রার্থী, WBSEDCL চাকরি প্রার্থী, বঞ্চিত শিক্ষকগণ,N.S.D.P, বঞ্চিত শিক্ষকগণ N.S.Q.F, লাইব্রেরিয়ান ছাড়াও বিভিন্ন সংগঠন একযোগে পথে নামতে চলছে।

পড়ুন:  বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে, রাজ্যের এই সরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে

এছাড়া এই আন্দোলনের সঙ্গে যোগ দিচ্ছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা। আগামিকাল ৩রা সেপ্টেম্বর, ২০২৪ (মঙ্গলবার), শিয়ালদহ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। দলে দলে এই রাজপথ দখল কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান হয়েছে।

মন্তব্য করুন