Homeপশ্চিমবঙ্গSSC: নতুন নিয়োগ কবে? শিক্ষকরা কি আর স্কুলে যাবেন? ভবিষ্যৎ কী? যা...

SSC: নতুন নিয়োগ কবে? শিক্ষকরা কি আর স্কুলে যাবেন? ভবিষ্যৎ কী? যা জানালেন এসএসসি চেয়ারম্যান…

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই রায়ে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ‘ফ্রেশ সিলেকশন’ কবে হবে? কাদের বেতন ফেরত দিতে হবে? কারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন?

সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর শুক্রবার প্রথম সাংবাদিক বৈঠক করলেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানান, রাজ্য সরকারের থেকে দ্রুত নিয়োগের পদক্ষেপ গ্রহণের চিঠি পেয়েছেন। এই বিষয়ে সদর্থক পদক্ষেপ করা হবে। তবে তার আগে আইনি পরামর্শ নেওয়া প্রয়োজন বলেও জানায় SSC। এক থেকে দুই সপ্তাহের মধ্যে নিয়োগ সংক্রান্ত পরিকল্পনার কাজ শুরু হবে।

চাকরি চলে যাওয়া শিক্ষকরা কি আর স্কুলে যাবেন?

এই প্রশ্নের জবাবে সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘এটা সম্পূর্ণ ভাবে সরকারি সিদ্ধান্ত। আমরা সুপারিশকারী সংস্থা। তার বেশি কিছু করি না। তাই এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়।’

‘নিয়োগ ৩ মাসের মধ্যে সম্ভব নয়’

পড়ুন:  SSC: ফের প্রকাশিত হবে শূন্যপদের তালিকা! ৮,৭৪৯ জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত, বাকি সাড়ে পাঁচ হাজারের নিয়োগ খবর?

এ দিন SSC-র চেয়ারম্যান বলেন, ‘একটি নিয়োগ প্রক্রিয়া পরীক্ষার্থীর সংখ্যার উপরে নির্ভর করে। ২০১৬ সালের এই প্যানেলে নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি-ডি মিলিয়ে প্রায় ২৬ লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২২ লক্ষ পরীক্ষা দিয়েছিলেন। প্রার্থী সংখ্যা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর নিয়োগ নির্ভরশীল। ৩ মাসের মধ্যে নিয়োগ করতে হবে, তা সুপ্রিম কোর্টের রায়ে কোথাও উল্লেখ নেই। এটি বড় প্রক্রিয়া। ৩ মাসে সম্ভব নয়।’

পড়ুন:  'তবে ডিএর কথা শোনান নি...,’ সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই এল বড় দাবি

যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে, তাঁরা কি আর মাসের বেতন পাবেন?

এই প্রশ্নেরও কোনও সদুত্তর দিতে পারলেন না SSC-র চেয়ারম্যান। তিনি বলেন, ‘বেতনের বিষয়টি বলতে পারব না। কমিশন নিয়োগকর্তা নয়। কমিশন বেতন দেয় না।’

অন্য চাকরি ছেড়ে যাঁরা SSC-তে যোগ দিয়েছিলেন তাঁরা কী ভাবে পুরোনো চাকরিতে ফেরত যেতে পারবেন?

সর্বোচ্চ আদালত জানিয়েছে, যে সমস্ত চাকরিপ্রার্থী অন্যান্য দপ্তরের সরকারি চাকরি ছেড়ে এই চাকরিতে এসেছিলেন, তাঁরা পুরোনো চাকরিতে ফেরত যেতে পারবেন। এই পদ্ধতি প্রসঙ্গে SSC-র চেয়ারম্যান বলেন, ‘কেউ অন্য চাকরি থেকে এই চাকরিতে এলে সেই তথ্য আমাদের কাছে আছে কি না, তা বলা মুশকিল। যিনি চাকরিপ্রার্থী তিনি বিষয়টি জানবেন। তিনি আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এমনটাও নয়। সংশ্লিষ্ট দপ্তরের আবেদন করতে হবে। প্রয়োজনে সুপার নিউমেরারি পোস্টও তৈরি করতে হবে।’

পড়ুন:  আমরা খামতি দেখতে পাচ্ছি! যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি নিয়ে SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম

নতুন নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশ নিতে পারবেন?

এই বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি SSC-র চেয়ারম্যান। তিনি জানান, এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments