UPSC Civil Services: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে, আবেদন করুন

585
চাকরির খবর ব্যাঙ্কে নিয়োগ

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে UPSC Civil Services Examination, 2026 পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য কোচিং দেওয়া হবে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা, 2026 জন্য আগ্রহী প্রার্থীরা সত্যেন্দ্র নাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে (SNTCSSC) 10 মাসের প্রশিক্ষণের জন্য যোগ দিতে পারেন।

প্রিলিম এবং মেইন পরীক্ষার জন্য কম্পোজিট কোর্স মক টেস্ট সিরিজ এবং মক ইন্টারভিউ শুরু হচ্ছে জুলাই 2025 থেকে। প্রিমিয়ার এবং জাতীয়ভাবে স্বনামধন্য দেশের বিশিষ্ট শিক্ষকরা SNTCSSC এর সাথে যুক্ত।

প্রতি মাসে কোর্স ফি অসংরক্ষিত প্রার্থীদের জন্য 1000/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 500/- টাকা, শুধুমাত্র যারা UPSC CSE 2026-এ উপস্থিত হবে। 

আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল, 2025, সোমবার, বিকাল 3.00 টা। ভর্তি পরীক্ষার তারিখ 04 মে, 2025, রবিবার। ভর্তি পরীক্ষার ভেন্যু হবে কলকাতায়। যথাসময়ে ওয়েবসাইটে বিস্তারিত জানানো হবে। আরও বিস্তারিত জানার জন্য: www.csscwb.in দেখুন। 

পড়ুন:  'আমার কিছু বলার আছে', আদালতে দাঁড়িয়েই বিস্ফোরক মন্তব্য সঞ্জয়ের! যা বললেন, হিসাব সব গুলিয়ে দেবে