আমরা খামতি দেখতে পাচ্ছি! যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি নিয়ে SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম

1338
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি নিয়ে SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম হল এদিন। ২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে মিছিল করে যাওয়ার আগেই পুলিশি ধরপাকড় ঘিরে ছড়াল উত্তেজনা।

এদিন বেলা সাড়ে এগোরাটার সময় SLST শিক্ষক-শিক্ষিকাদের জমায়েত হতে শুরু করে। তাঁদের দাবি, ‘অবিলম্বে যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা হোক।’ যোগ্য শিক্ষক যারা চাকরি করছেন, তাঁরা কেন ভুক্তভোগী হবেন? এই প্রশ্ন তুলে এদিন জমায়েত করেন। যদিও এদিন কালীঘাট অভিযানের অুমতি দেয়নি পুলিশ। এরপর বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকাদের আটক করে পুলিশভ্যানে তোলা হয়। সকাল পেরিয়ে এখন সন্ধ্যা। 

প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কেন চাইছেন যোগ্য শিক্ষকরা? 

পড়ুন:  DA Hike: তবে কি ডিসেম্বরেই ডিএ বাড়বে বাংলার সরকারি কর্মচারীদের? ২০ শতাংশের ঘরে পৌঁছাবে? বাড়ছে জল্পনা

যোগ্য শিক্ষকরা বলছেন, আমরা মমতা দিদি-র সরকারের অধীনস্ত।  আমরা গত ১০ মাস ধরে একটা বিপদের মধ্যে অবস্থান করছি। আমরা আশা করেছিলাম যে, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের কাছে এসে দুঃখ যন্ত্রণা, ব্যথার কথা শুনবেন। কিন্তু উনি আসেননি। আমরা নিরপরাধ শিক্ষক।আমাদের কোনও দোষ নেই। ১০ ফেব্রুয়ারি শুনানি শুরু হচ্ছে। যার সঙ্গে আমাদের জীবন-মৃ্ত্যু জড়িয়ে রয়েছে। শুনানির আগে আমরা কিছু খামতি দেখতে পাচ্ছি।  সেগুলিই ওনার কাছে তুলে ধরতে যাচ্ছিলাম। যাতে উনি নির্দেশ দেন এবং রাজ্য ও SSC সেই খামতিপূরণের জন্য ঝাপিয়ে পড়ে। কিন্তু আজকে যেটা ঘটল, এই অমানবিক সরকারের মুখ আজকে উন্মুক্ত হয়ে গিয়েছে সকলের সামনে।

পড়ুন:  OBC Case: চাকরির নিয়োগে বিরাট সমস্যা হচ্ছে! সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়ে বড় খবর সামনে এল

কিন্তু খামতিটা কোথায়?

এই বিষয়ের এক শিক্ষিকা বলেন, খামতি হচ্ছে, হাইকোর্টেতেই কোনও কারণের জন্য প্যানেলটাকেই বাতিল করা। তার মধ্যে একটি কারণ ছিল,  Non Cooperation from board and State. যদিও সেই খামতির কিছুটা পূরণ হলেও, পুরোটা পূরণ হয়নি। আমরা ক্লাইমেক্স পর্যায়ে পৌঁছে গিয়েছি। সেই সামন্য বিষয়টুকু, যদি পূরণ করে দেওয়া হয়, তাহলে আজকে এতগুলি যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তাঁদের জীবন ফিরে পায়। আমাদের রুজিরুটি বেঁচে যায়।

SLST 2016 যোগ্য প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে “মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)”র দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, “আন্দোলনকারী যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের উপর আজ যেভাবে পুলিশি নির্যাতন চলেছে এবং গ্রেফতার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। অনেক জায়গায় শিক্ষিকারা পুরুষ পুলিশকর্মী কর্তৃক আক্রান্ত হয়েছেন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে এমন ঘটনা অত্যন্ত লজ্জার। আমাদের দাবি, মূখ্যমন্ত্রী অবিলম্বে আন্দোলনকারীদের সাথে দেখা করে যোগ্য শিক্ষকদের বক্তব্য শুনুন। তা না হলে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা কিন্তু সংকটে পড়তে পারে। কারণ, আন্দোলনকারীদের মধ্যে কয়েক হাজার শিক্ষকেরও কিন্তু এই মাধ্যমিক পরীক্ষায় ইনভিজিলেটরের দায়িত্ব পালন করার কথা।”