HomeJobWBSSC: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ হল, দেখেনিন এক ক্লিকেই

WBSSC: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ হল, দেখেনিন এক ক্লিকেই

কলকাতা হাইকোর্টের অনুমতি, সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশের পথে বাধা দেয়নি, এই অবস্থায় আজ উচ্চ প্রাথমিকের চূড়ান্ত প্যানেল (upper primary final merit list) প্রকাশ করা হল।  স্কুল সার্ভিস কমিশন ১৪ হাজার ৫২টি পদের জন্য নিয়োগ প্যানেল প্রকাশ করেছে। এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করেছে।

WBSSC UPPER PRIMARY FINAL MERIT LIST: কলকাতা হাইকোর্টের অনুমতি, সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশের পথে বাধা দেয়নি, এই অবস্থায় আজ উচ্চ প্রাথমিকের চূড়ান্ত প্যানেল (upper primary final merit list) প্রকাশ করা হল।  স্কুল সার্ভিস কমিশন ১৪ হাজার ৫২টি পদের জন্য নিয়োগ প্যানেল প্রকাশ করেছে। এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করেছে। ফলাফল দেখতে, অনুগ্রহ করে নীচের লিঙ্কে ক্লিক করুন।

স্কুল সার্ভিস কমিশন আজ সন্ধায় উচ্চ প্রাথমিকের চূড়ান্ত প্যানেল প্রকাশ করেছে। গতকাল প্রভিশোনাল তালিকা প্রকাশ করেছিল এসএসসি। পুজোর মুখে কি তবে চাকরি প্রার্থীদের জন্য দরজা খুলবে?




WBSSC UPPER PRIMARY FINAL MERIT LIST 

এর আগে দুবার মেধা তালিকা প্রকাশ করা হলেও দুর্নীতির অভিযোগে তা বাতিল করা হয়। দীর্ঘদিন ধরে এ মামলা চলছে। অবশেষে নিয়োগের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে আদালত বলেছে, নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে।




আদালত বলেছে, চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে।  চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে তাকে নিয়োগ দিতে হবে।  আদালতের নির্দেশে তৃতীয়বারের মতো তালিকা প্রকাশ করল এসএসসি। কমিশন সূত্রে জানা গিয়েছে, পুজোর ছুটির আগেই কাউন্সেলিং জানিয়ে দেওয়া হবে।

পড়ুন:  SSC: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে যা জানালেন এসএসসির আধিকারিক, কবে শুরু হবে নিয়োগ?

এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “বহু ঘাত প্রতিঘাতের পর আজ আবার উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশিত হলো। আর যেন কোন টালবাহানা না হয়। অতি দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগপত্র পাক চাকরি প্রার্থীরা।”

WBSSC উচ্চ প্রাথমিক চূড়ান্ত মেরিট প্যানেল সরাসরি লিঙ্ক

Notice vide Memo No.897 /6723(IV)/CSSC/ESTT/2024 Dated: 26.09.2024.      

Click here to view the Notice.     

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments