SSC: এসএসসি শিক্ষক নিয়োগে বড় বদল অনা হল, মধ্যশিক্ষা পর্ষদের হাতে আর নয় নিয়োগের ভার, জেনেনিন আপডেট

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল। নিয়োগ নিয়ে বড় বদল আনল SSC, মধ্যশিক্ষা পর্ষদের হাতে আর নিয়োগের ভার নয়। নিয়োগ করবে স্কুলের ম্যানেজিং কমিটি।

5712
এসএসসি SSC শিক্ষক

SSC শিক্ষক নিয়োগ: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল। নিয়োগ নিয়ে বড় বদল আনল SSC, মধ্যশিক্ষা পর্ষদের হাতে আর নিয়োগের ভার নয়। নিয়োগ করবে স্কুলের ম্যানেজিং কমিটি।

আদালতের নির্দেশের পর ৯ বছরের দীর্ঘ অপেক্ষার কাটিয়ে চাকরির সুযোগ পাচ্ছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই শুরু হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। বাংলা ছাড়া অন্যান্য মিডিয়ামের কাউন্সেলিং আর মাত্র ২ দিন হলেই শেষ হয়ে যাবে। এরপর শুরু হবে বাংলা মিডিয়ামের কাউন্সেলিং।

এতদিন নিয়ম ছিল স্কুল সার্ভিস কমিশন প্রার্থী বাছাই করে সুপারিশ করবে, আর শিক্ষক পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। যদিও এই প্রক্রিয়ায় বদল আসছে। এবার মধ্যশিক্ষা পর্ষদের হাতে আর কোনও দায়িত্ব থাকছে না। সরাসরি নিয়োগ করবে স্কুলের ম্যানেজিং কমিটি।

এখনও পর্যন্ত প্রায় ৪৫০ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডেকেছে এসএসসি। তবে ১৪ শতাংশের বেশি চাকরিপ্রাপক কাউন্সেলিংয়ে হাজির হননি বলেই জানা গিয়েছে। সমস্ত কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে যাবার বাকি থাকা শূন্যপদে ওয়েটিং প্রার্থীদের কাউন্সেলিং করিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এসএসসি।

পড়ুন:  Assistant Professor: বিভিন্ন বিভাগে 500+ অধ্যাপক, সহকারী অধ্যাপক পদে নিয়োগ চলছে, আবেদন করুন এইভাবে

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির দায়ে জর্জরিত স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার খাতায় নম্বর দেওয়া থেকে শুরু করে মেধাতালিকা, সল ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। গত ২ বছরে এসএসসি তথা শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন কর্তাক গ্রেফতারও করা হয়েছে। দুর্নীতিতে নাম জড়ায় মধ্যশিক্ষা পর্শদেরও। এই অবস্থায় নিয়োগের নিয়মে পরিবর্তন আনল এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদের নয়, সরাসরি নিয়োগ করবে স্কুলের ম্যানেজিং কমিটি।

পড়ুন:  SSC নিয়োগে বিপুল আবেদন: শূন্যপদ ৩৯,৪৮১টি, আবেদন করেছেন ৫২,৬৯,৫০০ জন! একটি পদের জন্য ১৩৩ জন প্রার্থী

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “পুনরায় মধ্যশিক্ষা পর্ষদের পরিবর্তে বিদ্যালয়ের পরিচালন কমিটির হাতে নিয়োগের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে পরিচালন কমিটি পূর্বের ন্যায় অনেক ক্ষেত্রে চাকরি প্রার্থীর কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ আদায় করার সুযোগ পাবে। পূর্বে এরকম বহু অভিযোগ ছিল। আমরা চাই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত হোক। তা নিশ্চিত করতে হবে।”