Homeপশ্চিমবঙ্গSSC শিক্ষক নিয়োগ: নিয়োগে আসছে বাধা, সমস্যা সমাধানে উদ্যোগী হল স্কুল সার্ভিস...

SSC শিক্ষক নিয়োগ: নিয়োগে আসছে বাধা, সমস্যা সমাধানে উদ্যোগী হল স্কুল সার্ভিস কমিশন

যে সব ভুল সংশোধনযোগ্য, তার জন্য নিয়োগ যাতে না আটকায় তাই এই বিজ্ঞপ্তি। কমিশনের কাছে এই ধরনের ছোটখাটো ভুলগুলি নজরে আনলে তা সংশোধন করে দেওয়া হবে

SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে ইতিমধ্যে অনেকেই স্কুলে শিক্ষক পদে যোগ দিচ্ছেন। তবে শিক্ষক পদে যোগ দেওয়ার সময় কিছুক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে হবু শিক্ষকদের। এই অবস্থায় নোটিশ দিল এসএসসি। ছোটখাটো ভুলে নিয়োগে বাধা আসায় সমস্যা সমাধানে উদ্যোগী হল স্কুল সার্ভিস কমিশন।

SSC এসএসসি শিক্ষক নিয়োগ

উচ্চ প্রাথমিকের নিয়োগের সুপারিশ পত্রে বিভিন্ন ধরনের ভুল দেখা যাচ্ছে। কোথাও নামের বানান ভুল, কোথাও ঠিকানা অথবা পিন নম্বর ইত্যাদি। এর ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হবু শিক্ষকদের। তার জন্য এসএসসির তরফ থেকে নোটিশ জারি করে সংশোধনের কথা বলা হয়েছে।

আসলে উচ্চপ্রাথমিকের সুপারিশপত্রে বেশ কিছু ক্ষেত্রে ভুল থাকছে। সেই ক্ষেত্রে স্কুল থেকে নিয়োগপত্র হাতে পেতে সমস্যায় পড়ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। এই ক্ষেত্রে জেলা পরিদর্শকদের নির্দেশ দিল এসএসসি। নির্দেশে বলা হয়েছে, যে সমস্ত ভুল সংশোধনযোগ্য, তা যেন কমিশনকে জানানো হয়। কমিশন দ্রুত তা সংশোধন করবে। প্রার্থীরা যাতে হয়রানি শিকার না হন এবং নিয়োগপত্র যাতে আটকে না যায়, তাই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানান, “যে সব ভুল সংশোধনযোগ্য, তার জন্য নিয়োগ যাতে না আটকায় তাই এই বিজ্ঞপ্তি। কমিশনের কাছে এই ধরনের ছোটখাটো ভুলগুলি নজরে আনলে তা সংশোধন করে দেওয়া হবে।”

রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা ব্যবস্থা গ্রহণ এবং অনুমোদনপত্র প্রদান করে থাকে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু স্কুলে শূন্যপদের পাশাপাশি স্কুলের ঠিকানা এবং পিন কোড সব কিছুই পাঠিয়ে থাকেন স্কুল শিক্ষা দফতর এবং ডিআইরা। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সেই সমস্ত জায়গায় তথ্যের ছোটখাটো ভুল রয়েছে। কোথাও পিন কোড আবার কোথাও স্কুলের নামের বানানে ভুল থেকে যাচ্ছে। আবার বেশ কিছু প্রার্থীর নামের বানানে ভুল রয়েছে। আর এই সুপারিশপত্র নিয়ে যখন স্কুলে যোগদানের জন্য যাচ্ছেন যোগ্য প্রার্থীরা, তখন তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় নিদের্শ দিল এসএসসি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!